কলকাতা: ইডেনে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে চললেও, আজ পঞ্চম দিন সকালে নজির গড়লেন চেতেশ্বর পূজারা। ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি একটি টেস্টের পাঁচদিনই ব্যাট করলেন। এর আগে ভারতীয়দের মধ্যে এই নজির ছিল এম এল জয়সীমা ও রবি শাস্ত্রীর। ঘটনাচক্রে তাঁরাও ইডেন টেস্টেই পাঁচদিন কোনও না কোনও সময় ব্যাট করেছিলেন।

বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের প্রথম দিন প্রথম বলেই লোকেশ রাহুল আউট হওয়ার পর ব্যাট করতে নামেন পূজারা। বৃষ্টির জন্য প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও অল্প সময়ই খেলা হয়। পূজারা তৃতীয় দিন পর্যন্ত অপরাজিত ছিলেন। চতুর্থ দিন ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেনার শিখর ধবন আউট হওয়ার পর ব্যাট করতে নামেন পূজারা। গতকাল অপরাজিত থাকার পর আজ সকালে ব্যাট করতে নেমে ২২ রানে আউট হন তিনি।



জয়সীমা, শাস্ত্রী ও পূজারা ছাড়াও টেস্টের পাঁচদিন ব্যাট করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেফ্রি বয়কট, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কিম হিউজেস, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যালান ল্যাম্ব, অ্যান্ড্রু ফ্লিনটফ ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার অ্যাড্রিয়ান গ্রিফিথ।