মেলবোর্ন: চেতেশ্বর পূজারার অনবদ্য শতরান ও অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার চোয়াল-চাপা লড়াইয়ের দৌলতে চালকের আসনে থেকে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষ করল ভারত। ৪৪৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এরপর দিনের বাকি ৬ ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। বিনা উইকেটে ৮ রান তুলেছে তারা।
প্রথম দিন যদি নবাগত ময়াঙ্ক অগ্রবালের হয়ে থাকে, তাহলে দ্বিতীয় দিন অবশ্যই পূজারার। গতকাল যেখানে দিন শেষ করেছিলেন পূজারা ও কোহলি-- দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করলেন তাঁরা। তৃতীয় উইকেটে ১৭০ রান যোগ করে এই দুজন ভারতকে একটি মজবুত জায়গায় পৌঁছে দেন। এদিন অল্পের জন্য কোহলি তাঁর শতরান ফস্কান। ৮২ রানে আউট হন তিনি। পিঠের পেশিতে টান ধরায় সম্ভবত তাঁর মনযোগে চিড় ধরেছিল। মাঝে টিম ফিজিওকে মাঠে ডেকে শুশ্রুষা করান।
তবে, পূজারা কোনও ভুল করেননি। এদিন নিজের ১৭ তম টেস্ট শতরান সম্পন্ন করেন তিনি। ৩১৯ বলে করা তাঁর ১০৬ রানের ইনিংসই বলে দিচ্ছে, অজি বোলারদের কতটা হতাশ করেছেন তিনি। কোহলি ৮২ রানে ফিরে যাওয়ার পর, রোহিত শর্মাকে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। অর্ধশতরান করেন রোহিতও। ১১৪ বলে ৬৩ রান করেন তিনি। ঋষভ পন্ত করেন ৩৯।
ভারতের ব্যাটিংয়ের প্রশংসার পাশাপাশি অজিদের হতশ্রী ফিল্ডিং দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। এদিন অন্তত চারটি ক্যাচ ফস্কেছেন অজি ফিল্ডাররা। ভাগ্য এদিন প্রসন্ন ছিল না অজি স্পিনার নাথান লিয়ঁর। তাঁর বোলিংয়ে তিনটি ক্যাচ পড়েছে।
অবশেষে ৭ উইকেটের বিনিময়ে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন কোহলি। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ বিনা উইকেটে।
পুজারার দুরন্ত শতরান, মেলবোর্ন টেস্টে চালকের আসনে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
27 Dec 2018 01:26 PM (IST)

NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -