রায়পুর: এ মরশুমের রঞ্জি ট্রফির  প্রথম ম্যাচে মহম্মদ শামি, অশোক দিন্ডার দাপটে ইংনিস ও ১৬০ রানে হারল ছত্তিশগঢ়। ম্যাচের চুতর্থ দিন দ্বিতীয় ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে যায় ছত্তিশগঢ়ের ইনিংস। দ্বিতীয় ইনিংসে শামি ৬১ রানে ৬ উইকেট নিয়েছেন। দিন্ডা নিয়েছেন ২৬ রানে ৩ উইকেট। আমির গনির দখলে গিয়েছে একটি উইকেট। প্রথম ইনিংসে বাংলা ৭ উইকেটে ৫২৯ রানে ইনিংস ডিক্লেয়ার করে। কৌশিক ঘোষ ও সুদীপ ঘোষ সেঞ্চুরি করেন। জবাবে প্রথম ইনিংসে ডিন্ডার আগুনে বোলিংয়ের সামনে ১১০ রানে আউট হয়ে যায় ছত্তিশগঢ়। দিন্ডা নেন ২১ রানে ৭ উইকেট। শামি ৪৪ রানে ২ উইকেট দখল করেন। ফলো অন করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ছত্তিশগঢ়। প্রথম ইনিংসে ডিন্ডার বিধ্বংসী স্পেলের পর দ্বিতীয় ইনিংসে শামির আগুন ঝরানো বোলিংয়ে নাস্তানাবুদ হয় ছত্তিশগঢ়ের ব্যাটসম্যানরা। প্রতিরোধ দেখা গিয়েছে একমাত্র অভিমন্যু চৌহানের ব্যাটে।তিনি সেঞ্চুরি করেন। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা দিন্ডা।