জাকার্তা: ইন্দোনেশিয়ায় ভারতীয় তারকা শাটলার জুটি চিরাগ শেট্টি (Chirag Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ইতিহাস রচনা করলেন। মালয়েশিয়ার অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করেন ভারতীয় তারকা। ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে (Indonesia Open 2023) সাত্ত্বিক-চিরাগ বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে পরাজিত করেন। 


ম্যাচে খাতায় কলমে কিন্তু মালয়েশিয়ার জুটিই ফেভারিট হিসাবে কোর্টে নেমেছিলেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় জুটিই দাপট দেখান। ২০১৮ সাল থেকে ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০০ টুর্নামেন্ট শুরু হয়েছে। তারপর সাত্ত্বিক-চিরাগই প্রথম ভারতীয় জুটি হিসাবে কোনও ওয়ার্ল্ড ট্যুর সুপার ১০০০ টুর্নামেন্ট জিতলেন। ম্যাচের শুরুটা অবশ্য সাত্ত্বিক-চিরাগ একেবারেই আহামরিভাবে করতে পারিনি। তবে লড়াকু মানসিকতা ও দুর্দান্ত ব্যাডমিন্টনের পরিচয় দিয়ে গেমে ফিরে আসেন তাঁরা। এমনকী প্রথম বিরতির আগে ১১-৯ স্কোরলাইনে এগিয়েও যান।


এরপর খেলা শুরু হলে আর তাঁদের লিড ধরে রাখতে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। তাঁর সহজেই প্রথম গেম জিতে নেন। প্রথম গেম জিতে ম্যাচে এগিয়ে যাওয়ার পর সাত্ত্বিক ও চিরাগ আরও আগ্রাসীভাবে খেলা শুরু করেন। কোনও প্রকারেই তাঁরা এক গেমের লিড হাতছাড়া করতে রাজি ছিলেন না। দ্বিতীয় গেমে তাই শুরু থেকেই দাপট দেখান দুই ভারতীয় শাটলার। চিয়া, ইয়ক শো জুটি লড়াইয়ে ফেরার চেষ্টা করেন বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি।


 






চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় গেম জিতে ম্যাচ নিজেদের নামে করে নেয় ভারতীয় জুটি। এই টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০ জেতার পাশাপাশি সাত্ত্বিক ও চিরাগ সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০ ও সুপার ৭৫০ও জিতেছেন। আর কোনও ভারতীয় ব্যাডমিন্টন জুটির দখলে এই কৃতিত্ব নেই। সেই অর্থে যুগ্ম ইতিহাস গড়লেন সাত্ত্বিক ও চিরাগ। ভারতীয় শাটলার জুটির দুরন্ত জয়ের পর তাঁদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন কেন্দ্রীয় ক্রীড়া, যুবকল্যাণ ও তথ্যসম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরও।


 






এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?