১৯৯৯ সালে টরন্টোয় ভারতের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় গেইলের। তিনি গত বছরের অগাস্টে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটিও খেলেছেন ভারতের বিরুদ্ধেই। ৩০১টি একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ১০,৪৮০। তাঁর শতরানের সংখ্যা ২৫ এবং অর্ধশতরান ৫৪টি। আইপিএল-এর আগে গেইলের নতুন আংটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Feb 2020 06:29 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় এই আংটির ছবি পোস্ট করেছেন তিনি।
ছবি সৌজন্যে ইনস্টগ্রাম
নয়াদিল্লি: এবারের আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। এখন এই প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত তিনি। তারই মধ্যে নিজের জন্য নতুন একটি আংটি তৈরি করালেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। সেই আংটির উপরে গেইলের ছবির সঙ্গে লেখা ‘ইউনিভার্স বস’। আংটির ভিতরে গেইলের স্বাক্ষর রয়েছে। একপাশে গেইলের জার্সি নম্বর ৩৩৩ খোদাই করা আছে। সোশ্যাল মিডিয়ায় এই আংটির ছবি পোস্ট করেছেন তিনি।