দেখুন: স্লিপে দাঁড়িয়ে এমন স্বপ্নের ক্যাচ ধরলেন ক্রিস গেইল! চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2018 07:11 PM (IST)
কলকাতা: স্লিপে দাঁড়িয়ে ছিলেন ক্রিস গেইল। ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল ধেয়ে এল। চকিতে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়লেন তিনি। বাঁহাতে তালু থেকে ঠিকরে বল কিছুটা ওপরে উঠে যায়। গেইলের শরীর তখনও শূন্যে। সেই অবস্থাতেও ডান হাত বাড়িয়ে বল তালুবন্দী করলেন তিনি। এমন ক্যাচ ধরা গেইল তো বটেই, যেকোনও ক্রিকেটারের কাছেই স্বপ্ন। আর সবচেয়ে বড় কথা হল, ফিল্ডিংয়ে ক্রিস গেইলের অ্যাক্রোবেটিক স্টান্ট খুব একটা দেখা যায় না। আর সেই গেইল গ্লোবাল টি ২০ লিগের ফাইনালে ক্রিকেটে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ক্যাচটি ধরলেন। ভ্যাঙ্কুবার নাইটস এর অধিনায়ক গেইল এই দুরন্ত রিফ্লেক্স ক্যাচের মাধ্যমে ম্যাচে নিজের ছাপ রাখলেন। ওয়েস্ট ইন্ডিজ বি-র ইনিংসের ১৪ তম ওভারে ফাওয়াদ আহমেদের লেগ স্পিন কাভেম হজ ব্যাকফুটে গিয়ে খেলেন। বল ব্যাট ছুঁয়ে স্লিপের দিকে চলে যায়। গেইলকে দ্রুত তাঁর অবস্থান বদল করতে হয়, কারণ তিনি প্রথমে ডানদিকে সরছিলেন। চকিতে বাঁদিকে ঝাঁপ দিয়ে বলটি ধরার চেষ্টা করেন। ব্যাট হাতে সেভাবে সফল না হলেও ম্যাচে এভাবে ফিল্ডিংয়ের উজ্জ্বল অবদান রাখলেন গেইল। তাঁর দলই ম্যাচ জেতে।