নয়াদিল্লি: শুক্রবার শুরু হতে চলা আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) খেলতে যাচ্ছেন, তাই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টিমে থাকছেন না ক্রিস গেইল। এটা নিঃসন্দেহে প্রথম টেস্টে তিনদিনেই ভারতের কাছে শনিবার বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে বিরাট দুঃসংবাদ। চলতি বছরের শুরুতে জিম্বাবোয়েতে বিশ্বকাপের কোয়ালিফায়ার্সে গেইল জাতীয় টিমের জন্য সময় দেওয়ায় ধরে নেওয়া হয়েছিল, একদিনের ম্যাচগুলিতে তিনি খেলবেন। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের দলেও তিনি ছিলেন। তবে স্পোর্টসঅ্যালাইভ সংবাদ সংস্থার রিপোর্টে প্রকাশ, গেইলকে আফগান প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রয়োজনীয় এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়া হয়েছে, কিন্তু তাতে পরিষ্কার বলা আছে, আগামী বছরের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ টিমে তাঁর জায়গা পাকা হওয়ার কোনও গ্যারান্টিও থাকছে না। গত আগস্টে গেইল ২০১৯ এর ক্রিকেট খেলার বাসনা প্রকাশ করেছেন।
গেইল এপিএলে খেলবেন বালখ লেজেন্ডস-এর হয়ে। তিনি হচ্ছেন আইকন প্লেয়ার। কলিন মুনরো, মহম্মদ নবি, রবি বোপারা, মহম্মদ ইরফান, বেন লাফলিনের মতো প্লেয়াররাও এপিএলে খেলছেন এবার।
তবে গেইল ভারতের সঙ্গে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টিমে সম্ভবত থাকছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যেসব প্লেয়ারদের সেন্ট্রাল কন্ট্রাক্টের অফার দেয়নি, তাঁদের মধ্যে আছেন গেইল।
খেলবেন আফগানিস্তান প্রিমিয়ার লিগে, ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই গেইল
Web Desk, ABP Ananda
Updated at:
06 Oct 2018 06:31 PM (IST)
এর আগে আইপিএল-এ ১৭ বা তার কম বলে অর্ধশতরান করেছেন লোকেশ রাহুল, ইউসুফ পঠান, সুরেশ রায়না, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট, ক্রিস মরিস ও কাইরেন পোলার্ড
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -