কুলদীপের ৫ উইকেট, যোগ্য সঙ্গত জাডেজা-অশ্বিনের, ইনিংস ও ২৭২ রানে জয় ভারতের
Web Desk, ABP Ananda | 06 Oct 2018 04:57 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
রাজকোট: ব্যাটসম্যানদের পর স্পিনারদের দাপটে তিন দিনেরও কম সময়ে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে হারিয়ে দিল ভারতীয় দল। প্রথম টেস্টে ভারতের সামনে দাঁড়াতেই পারল না ক্যারিবিয়ান ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন কুলদীপ যাদব। রবীন্দ্র জাডেজা তিনটি এবং রবিচন্দ্রন অশ্বিন দু’টি উইকেট নিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একা লড়াই করলেন ওপেনার কিয়েরন পাওয়েল (৮৩)। এছাড়া কোনও ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। এই ম্যাচে প্রথম ইনিংসে ভারতীয় দল ৯ উইকেটে ৬৪৯ রান করার পরেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি কাজটা শেষ করে দেন স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিন। ১৮১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। তাদের দ্বিতীয় ইনিংসে হল ১৯৬ রান। ফলে সহজেই একপেশে ম্যাচে জয় পেল বিরাট কোহলির দল।