দুবাই: ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল বরাবরই এক আকর্ষণীয় চরিত্র। মাঠে ও মাঠের বাইরে সবসময়ই খবরের শিরোনামে থাকেন ‘ইউনিভার্স বস’। তিনি এখন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএল-এ খেলার প্রস্তুতি নিচ্ছেন। অনুশীলনে তিনি এমন একটি কাণ্ড ঘটিয়েছেন, যার জন্য ফের তাঁকে নিয়ে আলোচনা চলছে। বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় একটি ক্যাচ ধরে শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে মাঠের বাইরে চলে যাওয়ার পর লাফিয়ে উঠে ফের মাঠে ঢুকে পড়েন তিনি। এরপর তিনি ক্যাচ ধরেছেন বলে দাবি করে আনন্দে মেতে ওঠেন। কিংস ইলেভেন পঞ্জাবের পক্ষ থেকে ট্যুইটারে এই ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিও দেখে অন্তত মনে হয়নি, গেইল বৈধভাবে ক্যাচ ধরেছেন।

 

আইপিএল-এ এখনও পর্যন্ত ১২৫ ম্যাচ খেলে ১৫১.০২ স্ট্রাইক রেটে ৪,৪৮৪ রান করেছেন গেইল। এই প্রতিযোগিতার ইতিহাসে কোনও একটি ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডও তাঁর দখলে। ২০১৩ সালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। এবারের আইপিএল-এও তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।