ইংল্যান্ড: ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল কী তাহলে এবার ফুটবলে যোগ দিতে চলেছেন? অন্তত ক্রিস গেইল-এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষে ইংল্যান্ডে উড়ে গিয়েছেন গেইল ন্যাট ওয়েস্ট টি২০ সিরিজ খেলতে।
সমারসেট-এর হয়ে খেলছেন গেইল। খেলতে গিয়ে ক্রিকেট থেকে একটু বিরতি নিয়ে ক্রিকেট তারকা গিয়েছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়ামে। আর সেখানে দাঁড়িয়েই ম্যান ইউ-এর এই অন্ধ ভক্তের কৌতূকপূর্ণ মন্তব্য,' ম্যান ইউ-এর ম্যানেজারের সঙ্গে দারুন বৈঠক হল.....আমি আমার চুক্তির কাগজ হাতে পেলেই ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে সই করব'। সেই সঙ্গে তাঁর সেই সাক্ষাৎ-এর একটি ছবিও পোস্ট করেছেন এই তারকা ক্রিকেটার।
ম্যানচেস্টার ইউনাইটেড-এ যোগ দিতে চলেছেন ক্রিকেটার ক্রিস গেইল?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2016 07:12 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -