চোট সারিয়ে খুব শীঘ্রই মাঠে নামতে পারেন ক্রিস লিন
প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৪১ বলে অপরাজিত ৯৩ রান করেছিলেন। ওই ম্যাচে নাইট রাইডার্স ১০ উইকেটে জিতেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারের আইপিএলে এখনও পর্যন্ত প্রথম দুটি ম্যাচই খেলতে পেরেছেন লিন।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেকেআরের প্লেঅফে পৌঁছনোর সম্ভাবনা প্রবলভাবেই রয়েছে। নক আউট পর্যায়ে খেলার আগে গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচ খেলতে চান লিন।
এরপর গত ৯ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন। এরপর তাঁকে তিনি বিশ্রামে চলে যান। তবে নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার পরিবর্তে লিন তাঁর দল নাইট রাইডার্সের সঙ্গেই ছিলেন। সেইসঙ্গে চলে তাঁর চোটের চিকিত্সা।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, লিন খুব শীঘ্রই চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন। আইপিএলের শুরুতেই গুজরাত লায়ন্সের বিরুদ্ধে তাঁর ব্যাটিং তাণ্ডব দেখা গিয়েছিল।
আইপিএলে মাঠে নামার জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন লিন।
সুনীল নারাইন ও কলিন দে গ্র্যান্ডহোমের মতো পার্টটাইম ব্যাটসম্যানদের এবার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে চমক দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন চোট পাওয়ার পর নাইট শিবির নারাইন ও গ্র্যান্ডহোমকে অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গী হিসেবে ওপেন করতে পাঠাচ্ছে।ক্রিস লিনের ফিরে আসার সম্ভাবনা নিঃসন্দেহে স্বস্তি দেবে নাইটদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -