শিলং: আই লিগে ফের ছন্দে ইস্টবেঙ্গল। পাহাড়ের মাটিতে লাজংকে ২-১ গোলে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। জোড়া গোল করে ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ক্রিস পাইন। পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ জিতে শীর্ষস্থান ফিরে পেল ট্রেভর জেমস মর্গ্যানের দল। বেঙ্গালুরু এফসি-র পর লাজংকেও হারিয়ে ১২ ম্যাচের শেষে ২৭ পয়েন্ট লাল-হলুদের।


আই লিগে দীর্ঘদিন লাজংয়ের বিরুদ্ধে জয় পায়নি ইস্টবেঙ্গল। এবারের আই লিগেও শিলিগুড়িতে হোম ম্যাচে ড্র করেন মেহতাবরা। তার উপর এই ম্যাচে চোটের জন্য ছিলেন না দুই বিদেশি স্ট্রাইকার ওয়েডসন ও উইলিস প্লাজা। ফলে পাহাড়প্রমাণ চাপ নিয়েই পাহাড় জয় করার লক্ষ্যে নেমেছিলেন বুকেনিয়া, রবিন সিংহরা। আট মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন পাইন। ৩৩ মিনিটে তিনি ব্যবধান বাড়ান। এই দুটি গোলই ইস্টবেঙ্গলকে কাঙ্খিত তিন পয়েন্ট এনে দিল।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল লাজং। ৬৪ মিনিটে ব্যবধান কমান ক্যামেরুনের স্ট্রাইকার আসের দিপান্দা ডিকা। তিনিই এখন আই লিগের সর্বোচ্চ গোলদাতা। তবে একটি গোল করলেও, শেষপর্যন্ত লাল-হলুদের পয়েন্ট কাড়তে পারল না লাজং। হাসিমুখেই পাহাড় ছাড়ছেন মর্গ্যানরা।