লন্ডন: ইউরো কাপের (Euro Cup) সেই দৃশ্য এখনও অনেকে ভুলতে পারেননি। কোপেনহাগেনের পার্কেন স্টেডিয়ামে ফিনল্যান্ডের মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। ম্যাচ চলাকালীন আচমকাই মাটিতে লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। ডেনমার্কের (Denmark) ফুটবলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অনেকে তো তাঁর প্রাণহানির আশঙ্কা করেছিলেন।


শেষ পর্যন্ত রক্ষা পান এরিকসেন। দ্রুত সিপিআর শুরু হওয়ায় আর আপদকালীন পরিস্থিতিতে চিকিৎসা শুরু হওয়ায় প্রাণরক্ষা হয় ডেনমার্কের তারকার। সেই এরিকসেন এবার যোগ দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। শুক্রবার প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হল যে, এরিকসেনকে সই করানো হয়েছে। রেড ডেভিলদের হয়েই আগামী মরসুমে খেলবেন তিনি।


 






 






 






নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত এরিকসেন। তিনি বলেছেন, 'ইউনাইটেড বিশেষ একটি ক্লাব। আমি মাঠে নামার জন্য ছটফট করছি। আমি ওল্ড ট্র্যাফোর্ডে আগেও খেলেছি কিন্তু রেড ডেভিলদের জার্সি পরে খেলার অনুভূতিটা পেতে মুখিয়ে রয়েছি।'


ইউরো কাপের পর মনে করা হয়েছিল, মাত্র ২৯ বছরে ড্যানিশ তারকার ফুটবল জীবনে শেষ হয়ে গেল! ইন্টার মিলানও তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে। কিন্তু গত ডিসেম্বরেই সবাইকে চমকে দিয়ে তিনি অনুশীলন শুরু করেন ছোটবেলার ক্লাব ওডেন্স বোল্ড ক্লুবে। ডেনমার্কের হয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলতে চান এরিকসেন।


আরও পড়ুন: সাইনার এক যুগ আগের রেকর্ড স্পর্শ করার সুযোগ সিন্ধুর সামনে, প্রার্থনা শুরু ভক্তদের