নয়াদিল্লি: হংকংয়ের তরুণ ক্রিকেটার ক্রিস্টোফার কার্টার আর ক্রিকেট খেলতে চান না। মাত্র ২১ বছর বয়সেই সমস্ত ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করলেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপে হংকং দলের হয়ে খেলেছিলেন তিনি।ক্রিকেটের জন্য মাঝপথে পড়াশোনা ছে়ড়ে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এবার সেই ক্রিকেটকেই বিদায় জানাচ্ছেন তিনি।
সাউথ চায়না মর্নিং-এর সঙ্গে কথা বলতে গিয়ে কার্টার বলেছেন, আমি অবিলম্বে অবসরের ঘোষণা করছি। এখন আমার স্বপ্ন পূরণ ও ভবিষ্য পরিকল্পনা নিয়ে কাজ করার সময় চলে এসেছে। আমি বরাবরই পাইলট হতে চেয়েছিলাম। এজন্য আমাকে ক্রিকেট থেকে দূরে চলে যেতে হচ্ছে।
২০১৫ সালে হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কার্টারের। ১১ টি একদিনের ম্যাচ ও ১০ টি ২০ ম্যাচ খেলেছেন তিনি।
অবসর ঘোষণা করে কার্টার হংকং ক্রিকেটের বেশ কিছু খামতির কথাও তুলে ধরেছেন। কার্টার মনে করেন, হংকংয়ে ক্রিকেটের জন্য সুযোগ খুবই কম। ক্রিকেটের উন্নতির জন্য এখানে অর্থের যোগানও কম। আমার ক্রিকেট ছাড়ার পিছনে এটাও একটা কারণ।
তিনি বলেছেন, হংকংয়ে ক্রিকেটার হওয়া খুবই মুশকিল। এখানে ক্রিকেটের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরাও খেলার উন্নতির দিকটি গুরুত্ব দিয়ে ভাবেন না বলে মন্তব্য করেছেন কার্টার।
পাইলট হওয়ার স্বপ্ন, মাত্র ২১ বছরেই ক্রিকেটকে বিদায় জানালেন এই ক্রিকেটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Oct 2018 04:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -