লন্ডন: ইংল্যান্ডে নর্থ ওয়েলস ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালে দুই খেলোয়াড়ের মধ্যে জোর মারপিট হল। সেন্ট অ্যাসফ ও নর্থপের মধ্যে ম্যাচে এই ঘটনা ঘটে। এ জন্য বেশ কিছু সময় খেলা বন্ধ রাখতে হল।

সেন্ট অ্যাসফের ওপেনার ম্যাট রায়ান ৩৬ রানে ক্যাচ আউট হওয়ার পরও প্যাভিলিয়নে ফিরে যেতে অস্বীকার করেন। রায়ান দাবি করেন, বল তাঁর ব্যাটে লাগেনি। আর তা নিয়ে এক ফিল্ডারের সঙ্গে রায়ানের কথা কাটাকাটি শুরু হয়।  শীঘ্রই তা বাকযুদ্ধ থেকে হাতাহাতির আকার ধারণ করে। ওই ফিল্ডারের সঙ্গে রায়ানের মারপিট শুরু হয়ে যায়।

মারপিটের সময় রায়ান মাটিতে পড়ে যান। এজন্য তাঁর মাথায় সামান্য আঘাত লাগে। ঝামেলা বাড়ছে দেখে অন্যান্য খেলোয়াড়রা এগিয়ে এসে দুজনকে নিরস্ত করেন।

মাঠে উপস্থিত দর্শকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা খুবই আশ্চর্যজনক। ক্রিকেট মাঠে এমন ঘটনা নিতান্তই বিরল।
ঘটনার পর নর্থপ দলের ম্যানেজার ডেল হার্ল এবং সেন্ট অ্যাসফের অধিনায়ক উইলিয়াম রায়ান কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

ঘটনার বিষয়টি লিগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। লিগের এক আধিকারিক জানিয়েছেন,  ঘচনার তদন্ত শুরু হয়েছে। প্যানেল আম্পায়ারদের কাছ থেকে তদন্ত কমিটির নির্বাচিত সদস্যরা রিপোর্ট পেয়েছেন। ম্যাচ রেফারি ও মাঠে উপস্থিত খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করা হবে।