সিডনি: একসময়ের তাঁদের জুটিই ভারতীয় ক্রিকেটের আলোচ্য বিষয়। কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির জুটির রসায়ন নিয়ে কত কথাই উঠত। এই মহূর্তে শাস্ত্রী যেমন কোচিং ছেড়ে ফের কমেন্ট্রিতে ফিরেছেন। বিরাটও আর দেশের অধিনায়ক নন। কিন্তু বিরাটকে সবসময়ই সমর্থন জুগিয়ে গিয়েছেন প্রাক্তন এই অলরাউন্ডার। এবার আরও একবার পাকিস্তান ম্যাচে বিরাটের ব্যাটিং দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন শাস্ত্রী।
কী বললেন শাস্ত্রী?
পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির ৮২ রানের ঝোড়ো ইনিংস দেখে মুগ্ধ রবি শাস্ত্রী। তিনি বলেন, ''আসাধারণ একটা ইনিংস দেখতে পেলাম। আমি জানতাম খুব তাড়াতাড়িই এমন এটা ইনিংস দেখতে পাব। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের রেকর্ড দেখলেই বোঝা যাবে যে ও কতটা সফল।''
এরপরই শাস্ত্রী আরও বলেন, ''আমি নিজেই অনেকটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমি গত কয়েক বছর ধরে ওকে দেখছিলাম। আমি জানি যে ও আবার এরকম ইনিংস খেলবে বিরাট। গত কয়েক বছরে মিডিয়া থেকে শুরু করে চারিদিকে বিরাটকে নিয়ে নানা প্রশ্ন শোনা যাচ্ছিল। চুপ করিয়ে দিয়েছে সবাইকে, তাই না।''
ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা
ঋষভ পন্থও এদিন অনুশীলন করেন। তবে এদিন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরা অনুশীলন করেননি। বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা তিন পেসারের কেউই এদিন ভারতীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমাররাও হার্দিকদের মতোই এদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগে এখনও একদিন বাকি রয়েছে। কাল, বুধবার হয়তো শামিদের অনুশীলন করতে দেখা যাবে।
ফিনিশারের গুরুদায়িত্ব এখন তার ওপরই। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রত্যাবর্তনের পর থেকে ফিনিশার হিসেবে দায়িত্ব সামলে এসেছেন। কিন্তু পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হতে হয়েছেন। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তিনি ফিরে যাওযার পর রবিচন্দ্রন অশ্বিন এসে উইনিং শট খেলে দলকে জেতান। নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে অভিজ্ঞ অফস্পিনারকে ধন্যবাদ জানালেন কার্তিক।