সিডনি: ফিনিশারের গুরুদায়িত্ব এখন তার ওপরই। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রত্যাবর্তনের পর থেকে ফিনিশার হিসেবে দায়িত্ব সামলে এসেছেন। কিন্তু পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হতে হয়েছেন। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তিনি ফিরে যাওযার পর রবিচন্দ্রন অশ্বিন এসে উইনিং শট খেলে দলকে জেতান। নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে অভিজ্ঞ অফস্পিনারকে ধন্যবাদ জানালেন কার্তিক। 


বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সিডনি পৌঁছনোর পর অশ্বিনকে ধন্যবাদ জানিয়েছেন কার্তিক। তিনি বলছেন যে অশ্বিন সেদিন উইনিং শট না খেললে তাঁর ওপর সমালোচনার ঝড় বয়ে আসত।


প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) চার উইকেটের দুরন্ত জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডাচদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ইতিমধ্য়েই সিডনি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। সেখানে পৌঁছে অনুশীলনও সেরে ফেললেন রোহিতরা।


ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা


পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার কেএল রাহুলও এদিন অনুশীলনে ঘাম ঝড়ান। তাঁর সঙ্গে গত ম্যাচের নায়ক বিরাট কোহলিকেও নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অনুশীলনে দীনেশ কার্তিক ও রাহুল, দলের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করেন। কার্তিককে কোহলির পাশাপাশি থ্রো-ডাউনের বিরুদ্ধেও ব্যাট করতে দেখা গিয়েছে। গোটা অনুশীলনটাই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে সম্পন্ন হয়।


অনুশীলনে অনুপস্থিত শামি, হার্দিকরা


ঋষভ পন্থও এদিন অনুশীলন করেন। তবে এদিন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরা অনুশীলন করেননি। বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা তিন পেসারের কেউই এদিন ভারতীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমাররাও হার্দিকদের মতোই এদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগে এখনও একদিন বাকি রয়েছে। কাল, বুধবার হয়তো শামিদের অনুশীলন করতে দেখা যাবে। 


আরও পড়ুন: বাবর নন, বিরাটই সেরা, নেটে কোহলিদের বিরুদ্ধে বল করে দাবি পাক বংশোদ্ভূত বোলারের