করাচি: পাকিস্তানের করাচিতে দশ বছর পর ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু এতদিনের অপেক্ষার পর সোমবার যে দিন-রাতের ম্যাচ হল, তাতে বারংবার বিঘ্ন ঘটাল স্টেডিয়ামের ফ্লাড লাইট। বারবার নিভে যাচ্ছিল আলো। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটল। ২০০৯-এ শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসবাদী হামলার পর কোনও দলই পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি। কিন্তু শেষপর্যন্ত এসেছে সেই শ্রীলঙ্কা দলই। কিন্তু ম্যাচ চলাকালে যেভাবে বারেবারে স্টেডিয়ামে আলো চলে যাচ্ছিল, তা রীতিমতো চিন্তার বিষয়।
২০১৫-তে অবশ্য জিম্বাবোয়ে লাহোরে ম্যাচ খেলেছিল। কিন্তু করাচিতে আন্তর্জাতিক ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ ১০ বছর অপেক্ষা করতে হল। পাকিস্তান বনাম শ্রীলঙ্কার চলতি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্রতিক্ষার প্রহর আরও বেড়েছিল।
দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচ যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়েছিল। কিন্ত স্টেডিয়ামে বিদ্যুত বিপর্যয়ের জন্য সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট ও আয়োজকরা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে নেটিজেনরা তুমুল ট্রোল করেছেন।