অতিরিক্ত সময়ে বিনীথের জোড়া গোল, ফেড কাপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু
Web Desk, ABP Ananda | 21 May 2017 10:25 PM (IST)
ফাইল ছবি
কটক: ময়দানের প্রবাদ, সেমি-ফাইনালে বড় ম্যাচ জেতা দল শেষপর্যন্ত ট্রফি পায় না। কয়েকবার ব্যতিক্রম হলেও, রবিবার কটকের বরাবটি স্টেডিয়ামে সেই প্রবাদই ফের প্রমাণিত হল। সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলকে যে ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান, ফাইনালে সেই ২-০ গোলেই জয় পেল বেঙ্গালুরু এফসি। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল গোলশূন্য। অফসাইডের জন্য বেঙ্গালুরুর দুটি গোল বাতিল না হলে হয়তো আগেই খেলা শেষ হয়ে যেত। অতিরিক্ত সময়ে জোড়া গোল করেন সি কে বিনীথ। ফলে এই মরসুমে ট্রফিহীনই থাকতে হচ্ছে সঞ্জয় সেনের দলকে। এই ম্যাচে ছিলেন না বেঙ্গালুরুর অন্যতম ভরসা সুনীল ছেত্রী। তা সত্ত্বেও শুরু থেকেই সবুজ-মেরুন রক্ষণকে বিব্রত করছিলেন হরমনজ্যোত খাবরা, উদান্ত সিংহ, লেনরা। ২০ মিনিটে ইউজেনসেন লিংডোর কর্নার থেকে হাফভলিতে দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দেন উদান্ত। কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল হয়। ৪৯ মিনিটে লিংডোর ফ্রি-কিক থেকে হেডে গোল করেন জন জনসন। কিন্তু এবারও অফসাইডের জন্য গোল বাতিল করেন রেফারি। যদিও বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার গোল ছিল। সনি, বলবন্তরা পাল্টা আক্রমণের চেষ্টা করছিলেন। কিন্তু বেঙ্গালুরুর ফুটবলাররা এদিন অনেক ভাল পারফরম্যান্স দেখান। ১০৭ মিনিটে প্রথম গোল করেন বিনীথ। এর ১২ মিনিট পরে বাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন তিনি। ফলে আই লিগের পর ফেড কাপেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সবুজ-মেরুন শিবিরকে।