হায়দরাবাদ: লো-স্কোরিং ম্যাচে রাইজিং পুণে সুপারজায়ান্টকে এক রানে হারিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে বল হাতে কামাল করেন মিচেল জনসন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। জনসনের প্রথম বলে চার মেরে শুরুটা দুর্দান্ত করেন মনোজ তিওয়ারি। কিন্তু পরপর দু বলে মনোজ ও স্টিভ স্মিথকে ফিরিয়ে দিয়ে মুম্বইকে জয়ের দিকে এগিয়ে দেন জনসন। শেষ বলে জয়ের জন্য পুণের দরকার ছিল চার রান। ড্যানিয়েল ক্রিশ্চিয়ান দু রান নেওয়ার পর রান আউট হয়ে যান। ফলে এক রানে জিতে চ্যাম্পিয়ন হল মুম্বই।
আজ দশম আইপিএল-এর ফাইনালে রাইজিং পুণে সুপারজায়ান্টের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। দুটি দলেই কোনও বদল হয়নি। আগের ম্যাচের দলই অপরিবর্তিত রাখা হয়। স্টিভ স্মিথের দলের সামনে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল। কিন্তু শেষপর্যন্ত খালি হাতেই ফিরতে হল পুণেকে।
প্রথমবার আইপিএল-এর ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুণের দরকার ছিল মাত্র ১৩০ রান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান করে মুম্বই। এই ম্যাচের শুরু থেকেই রোহিতের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। কোনও পার্টনারশিপ না গড়ে ওঠায় শেষপর্যন্ত বড় রান করতে পারেননি রোহিতরা। লড়াই করেন একা ক্রুণাল পাণ্ড্য (৩৮ বলে ৪৭)। এছাড়া আর কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করে পুণে। ওপেনার অজিঙ্ক রাহানে করেন ৪৪ রান। স্মিথ করেন ৫১ রান। তিনি ফিরে যেতেই পুণের আশা শেষ হয়ে যায়। শেষপর্যন্ত ৬ উইকেটে ১২৮ রান করে পুণে। তিন উইকেট নেন জনসন। যশপ্রীত বুমরাহ নেন দুটি উইকেট।
মুম্বই ইন্ডিয়ান্স দল- রোহিত শর্মা (অধিনায়ক), লেন্ডল সিমন্স, পার্থিব পটেল, অম্বাতি রায়াডু, হার্দিক পাণ্ড্য, কিয়েরন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, মিচেল জনসন, কর্ণ শর্মা, যশপ্রীত বুমরাহ ও লসিথ মালিঙ্গা।
রাইজিং পুণে সুপারজায়ান্ট দল- স্টিভ স্মিথ (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, রাহুল ত্রিপাঠি, মনোজ তিওয়ারি, মহেন্দ্র সিংহ ধোনি, ড্যান ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, লকি ফার্গুসন, অ্যাডাম জাম্পা, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পুণেকে এক রানে হারিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
Web Desk, ABP Ananda
Updated at:
21 May 2017 07:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -