বেঙ্গালুরু: নিজেদের বিগত দুই ম্যাচে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তাই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে (BFC vs EBFC) জয়ের সরণীতে ফিরতে মরিয়া হয়ে মাঠে নেমেছিল লাল হলুদ শিবির। ক্লেটন সিলভার (Cleiton Silva) গোলে সেই কাঙ্খিত জয় পেয়েও গেল স্টিফেন কনস্টানটাইনের দল। মরসুমের দ্বিতীয় ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। টানা তিন ম্যাচে পরাজিত হল বেঙ্গালুরু এফসি।
গোলশূন্য প্রথমার্ধ
প্রথমার্ধে দুই দল চেষ্টা করলেও, গোল করতে পারেনি। বেঙ্গালুরু এফসি প্রথমার্ধে তো কোনও শট গোলেই রাখতে পারেনি। এদিন লাল হলুদের একাদশে বাধ্য হয়েই একটি বদল ঘটিয়েছিলেন কোচ স্টিফেন কনস্টানটাইন। গত ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে সার্থক গলুইয়ের ওপর নিষেধাজ্ঞা ছিল। তাঁর বদলে অঙ্কিত মুখোপাধ্যায়কে দলে সুযোগ দেন লাল হলুদ কোচ। ম্যাচের প্রথম মিনিটেই ব্রুনো সিলভার এক শট অল্পের জন্য গোলের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ১০ মিনিট পর চারালাম্বোস কিরিয়াকু দূরপাল্লার এক শটে গোল করার চেষ্টা করেছিলেন বটে, তবে গুরপ্রীত সিংহ সহজেই সেই শট দস্তানাবদ্ধ করেন।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬২ মিনিটের মাথায় দ্বিতীয়ার্ধের প্রথম বড় সুযোগটি বেঙ্গালুরু এফসিই পায়। হার্নান্ডেজের এক দুরন্ত পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যান রয় কৃষ্ণ। তবে তিনি নিজের শটটি ঠিকঠাক নিতে পারেননি। ম্যাচে এটিই বেঙ্গালুরুর একমাত্র বড় সুযোগ ছিল। তাঁর মিনিট সাতেক পরেই অবশ্য সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি বেঙ্গালুরুর প্রাক্তন তারকা ক্লেটন। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি। মহেশ সিংহ নাওরেমের চাপে সুরেশ ভুল করে বসেন। তাঁর ব্যাকপাস গোলকিপারের কাছে পৌঁছনোর আগেই তা মহেশের কাছে চলে যায়।
লিগ তালিকায় উন্নতি
মহেশ নিঃস্বার্থভাবে বল ক্লেটনের দিকে বাড়িয়ে দেন। জালে বল জড়িয়ে ইস্টবেঙ্গলকে ১-০ এগিয়ে দেন ক্লেটন। ম্যাচের ৯০ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর পাস থেকে ফের একবার কৃষ্ণর কাছে গোল করার সুযোগ তৈরি হয়েছিল বটে। তবে ইভান গঞ্জালেসের মরিয়া ট্যাকেলে গোল অবধি পৌঁছতে পারেননি কৃষ্ণ। শেষমেশ ম্যাচে আর কোনও গোল না হওয়ায় ইস্টবেঙ্গল মরসুমের দ্বিতীয় জয়টি পেয়ে যায়। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল বেঙ্গালুরুকে পিছনে ফেলে লিগ তালিকায় আট নম্বরে উঠে এল। তাদের দখলে বর্তমানে ছয় পয়েন্ট। ১৮ নভেম্বর ওড়িশার বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে লাল হলুদ।
আরও পড়ুন: শেষ মুহূর্তে শুভাশিসের গোলে লিগের লাস্টবয় নর্থ ইস্টকে হারাল এটিকে মোহনবাগান