বেঙ্গালুরু: মরন বাঁচন ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে আশা জিইয়ে রাখল নাইটরাইডার্স।
নাটকের পর নাটক। বুধবারের বেঙ্গালুরুর এলিমিনেটর ম্যাচে যেন নাটকের ঠাসা রসদ জমেছিল প্রতি মূহুর্তে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নাইটরাইডার্স।
বেঙ্গালুরুর মন্থর পিচে কেকেআর বোলিংয়ের সামনে রানের গতি বাড়াতে ব্যর্থ ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। ৭ উইকেটে মাত্র ১২৮ রানেই শেষ হায়দরাবাদের ইনিংস। দুরন্ত বোলিং কল্টার-নিল ও উমেশ যাদবের। কল্টার নিলের ঝুলিতে ৩ উইকেট ও উমেশ পান ২টি উইকেট।
এরপরই প্রবল বৃষ্টিতে ম্যাচের ভবিষ্যত নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। একই সঙ্গে চলতি আইপিএলে কেকেআরের ভবিষ্যত নিয়েও সংশয় তৈরি হয়। বৃষ্টি চললে যে বেঙ্গালুরুতেই বিদায় নাইটদের।
অবশেষে রাত ১২টা ৪০ মিনিটে সিদ্ধান্ত হয় ম্যাচ হবে ৬ ওভারের। ডাকওয়ার্থ-লুইস নিয়মে কেকেআরকে ৬ ওভারে জয়ের জন্য করতে হবে ৪৮ রান। ইনিংসের প্রথম ওভারেই শুরু কেকেআরের বিপদ।
প্রথম বলে ছয় মেরেই ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় বলেই আউট ক্রিস লিন। ভিআইপি বক্সে দলের মালিক শাহরুখ খান তখন টেনশনে সিট ছেড়ে ব্যালকনিতে। পরের বলেই রান আউট ইউসুফ পাঠান।
দ্বিতীয় ওভারে আউট রবিন উথাপ্পাও। ১২ রানে ৩ উইকেট হারিয়ে নাইট শিবিরে যখন চাপ বাড়ছে, তখন ইশাঙ্ক জাগ্গিকে নিয়ে রুখে দাঁড়ান অধিনায়ক গম্ভীর।
গম্ভীরের ১৯ বলে ঝোড়ো ৩২ রানের সুবাদে অবশেষে এলিমিনেটর দ্বিতীয় পর্বে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই ফের একবার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে নাইট শিবিরের।