লন্ডন: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী অধিনায়ক ক্লাইভ লয়েডকে নাইটহুড দেওয়া হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। নববর্ষে এই সম্মান পাবেন লয়েড। একইসঙ্গে সম্মান জানানো হবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের।


১৯৭৪ থেকে ১৯৮৫ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন লয়েড। তাঁর অধিনায়কত্বে অপরাজেয় হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাঁরা টানা ২৭টি ম্যাচে অপরাজিত থাকেন। এর মধ্যে টানা ১১টি ম্যাচ জেতেন। ১৯৮৪ সালের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৫-০ উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। এখনও পর্যন্ত এই একবারই ঘরের মাঠে টেস্ট সিরিজে ০-৫ হেরে গিয়েছে ইংল্যান্ড। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপ জেতে লয়েডের দল। তাঁরা ১৯৮৩ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেও কপিল দেবের ভারতের কাছে হেরে যান।



১১০টি টেস্ট ম্যাচে ৭,৫১৫ রান করেন লয়েড। তাঁর শতরান ১৯টি এবং অর্ধশতরান ৩৯টি। ৮৭টি একদিনের ম্যাচে তিনি করেন ১,৯৭৭ রান। শতরান একটি এবং অর্ধশতরান ১১টি। তাঁর আগে গ্যারি সোবার্স, এভার্টন উইকস, ভিভিয়ান রিচার্ডস নাইটহুড পেয়েছেন। এবার তিনিও এই সম্মান পেতে চলেছেন।