কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী। সৌরভের বাড়িতে শুভেচ্ছা বার্তা ও ফল পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্থানীয় কাউন্সিলর সুদীপ পোল্লে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বেহালায় সৌরভের বীরেন রায় রোডের বাড়িতে। ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতে ফলের ঝুড়ি তুলে দেন কাউন্সিলর।
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাঁকে ভর্তি হতে হয়েছিল শহরের এক নামী বেসরকারি হাসপাতালেও। সেখানে তাঁকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। করা হয়েছিব ওমিক্রন পরীক্ষাও। তবে সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। পরে জানা যায়, করোনার আরেক ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন সৌরভ।
সুস্থ হয়ে উঠলেও এখনও নিভৃতবাসে রয়েছেন সৌরভ। করোনা আক্রান্ত হয়েছেন বেহালার বিখ্যাত গঙ্গোপাধ্যায় বাড়ির আরও কয়েকজন সদস্য। করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানাও। এই পরিস্থিতিতে আজ বেহালায় সৌরভের বাড়িতে হঠাৎই এল মুখ্যমন্ত্রীর পাঠানো ফলের ঝুড়ি। পৌঁছে দিলেন স্থানীয় কাউন্সিলর। সৌরভের স্ত্রী বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় নিজে সেই ফলের ঝুড়ি হাতে তুলে নিলেন।
রবিবাসরীয় সকালে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে রবিবার সৌরভের বাড়িতে পৌঁছে যান। কোভিড আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানান ডোনা গঙ্গোপাধ্যায়। কাউন্সিলরের হাত থেকে মুখ্যমন্ত্রীর পাঠানো সুস্থতার বার্তা ও সৌজন্যমূলক উপহার হিসেবে ফল গ্রহণ করেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) নিজেই।
হাসপাতাল থেকে ফিরে বাড়িতে আইসোলেশনে রয়েছেন সৌরভ। তারইমধ্যে উপসর্গ ধরা দেয় মেয়ে সানারও। গত মঙ্গলবার পরীক্ষা হয়। রিপোর্ট পজিটিভ আসে। গলায় ব্যথা, খুসখুস ছাড়া তেমন কোনও উপসর্গ নেই সানার। রয়েছেন আইসোলেশনে। ডোনার করোনা পরীক্ষা হয়েছে। তিনি নেগেটিভ। করোনা আক্রান্ত হয়েছেন সৌরভের কাকা, কাকিমা, খুড়তুতো ভাই-সহ পরিবারের আরও অনেকে।
আরও পড়ুন: দ্বিশতরানের পথে ল্যাথাম, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই দাপট কিউয়িদের