নয়াদিল্লি: জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে বারবার ব্যর্থ হওয়ায় এবার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে চার নম্বরের বদলে ব্যাটিং অর্ডারে নীচের দিকে পাঠানোর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ। তাঁর মতে, ইনিংসের শুরুতে পন্থের শট নির্বাচন ঠিক হচ্ছে না। টি-২০ ম্যাচে ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে নামলে তিনি হয়তো স্বাভাবিক খেলা খেলতে পারবেন।

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও চার নম্বরে ব্যাট করতে নেমে বড় রান করতে ব্যর্থ হন পন্থ। তিনি ২০ বলে ১৯ রান করে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যান। তাঁর এই ইনিংস দেখে লক্ষ্মণ বলেছেন, ‘ঋষভ পন্থের সহজাত ব্যাটিং হল আক্রমণাত্মক শট খেলা। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ও সাফল্য পেয়েছিল। আইপিএল-এ ওর গড় স্ট্রাইক রেট ছিল ৪৫। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও আন্তর্জাতিক ক্রিকেটে চার নম্বরে ব্যাট করতে নেমে সাফল্য পাচ্ছে না। সব ক্রিকেটারকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। ওর স্বাভাবিক খেলা হল বাধাহীনভাবে শট খেলে যাওয়া। কিন্তু হঠাৎ ও এভাবে খেলে সাফল্য পাচ্ছে না। ও স্ট্রাইক রোটেট করার চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনিংসের শুরুতে ওর শট নির্বাচন ঠিক হচ্ছে না।’

লক্ষ্মণ আরও বলেছেন, ‘পন্থের ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে নামা উচিত। তাহলে ও নিজেকে মেলে ধরতে পারবে। এখন ও বুঝতে পারছে না, চার নম্বরে ব্যাট করতে নেমে কীভাবে রান করতে হয়। পন্থের বদলে শ্রেয়স আয়ার বা হার্দিক পাণ্ড্য চার নম্বরে ব্যাট করতে পারে। পন্থের উপর প্রচণ্ড চাপ আছে। কারণ, ও ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির জায়গা নিচ্ছে। ও যাতে আত্মবিশ্বাস ফিরে পায় এবং নিজেকে মেলে ধরতে পারে, সেটার জন্য টিম ম্যানেজমেন্টের উচিত ওকে ৫ বা ৬ নম্বরে ব্যাট করতে পাঠানো।’