লিঁয় : লিওনেল মেসি থেকে লিওনেল স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেজ থেকে ফুটবল ভক্তরা। ফিফার বর্ষসেরার অনুষ্ঠান তথা 'দ্য বেস্ট'-এর মঞ্চে একচ্ছত্র দাপট দেখালেন আর্জেন্তাইনরা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপ (Qatar world Cup 2022) জিতেছে লা আলবিসিলেস্তে ব্রিগেড। যার রেশ দেখা গেল দ্য বেস্ট-এর মঞ্চেও।
সেরার সেরা মেসি
বিশ্বকাপের ফাইনালের মঞ্চের মতোই ফের একবার প্যারিস সাঁ জাঁ ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে ( Kylian Mbappe) টেক্কা দিয়ে 'দ্য বেস্ট' তথা ২০২২ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। যে খেতাব জের পথে ৩৫ বছরের ফুটবলার টেক্কা দিয়েছেন গত মরসুমে ব্যালন ডি' ওর পাওয়া ফ্রান্সের অপর ফুটবলার করিম বেঞ্জেমাকেও (Karim Benzema)। বিশ্বকাপের আগে ব্যলন ডি'ওর জিতলেও চোটের কারণে কাতারে ফ্রান্সের হয়ে খেলতে পারেননি বেঞ্জিমা। পাশপাাশি গত দুবারের দ্য বেস্ট খেতাব জেতা রবার্ট লেওয়ানডস্কি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারে বর্ষসেরা ফুটবলারদের প্রাথমিক নির্বাচনের ১৪ জনের তালিকাতে স্থান করে নিতে পারেননি। এদিকে, বিশ্বসেরা হওয়ার পথে বিশ্বকাপের মঞ্চে করা সাতটি গোলের সুবাদে সপ্তমবার দ্য বেস্ট খেতাব জিতলেন মেসি।
সেরা কোচ স্কালোনি, সেরা গোলরক্ষক মার্তিনেজ
ফিফার বর্ষসেরার মঞ্চে ২০২২ সালের সেরা কোচ নির্বাচিত হয়েছেন লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। পেপ গুয়ার্দিওলা ও কার্লো আন্সেলোত্তিকে টপকে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানো কোচ বর্ষসেরা প্রশিক্ষক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্তিনার বিশ্বকাপ জেতার পিছনে গোলপোস্টের নিচে অনন্য ভূমিকা নেওয়ার সুবাদে গোলকিপারদের মধ্যে বর্ষসেরা নির্বাচিত হলেন মার্তিনেজ। থিবো কুর্তোয়া ও ইয়াসিন বোনোকে টপকে বেশি ভোটের বিচারে সেরা নির্বাচিত হয়েছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক। বিশ্বকাপের মঞ্চে সেরা সমর্থকদের খেতাবও এসেছে আর্জেন্তিনারই ঝুলিতে। লা আলবিসিলেস্তে সমর্থকরা জিতেছেন বিশ্বকাপের মঞ্চে সেরা সমর্থক হওয়ার খেতাব।
ফিফা অ্যাওয়ার্ডের তালিকা দেখুন একনজরে
বর্ষসেরা খেলোয়ার (পুরুষ) লিওনেল মেসি
বর্ষসেরা খেলোয়ার (মহিলা) অ্যালেস্কিয়া পুতেলা
বর্ষসেরা কোচ (পুরুষ) লিওনেল স্কালোনি
বর্ষসেরা কোচ (মহিলা) সারিনা উইগম্যান
বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ) এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা গোলরক্ষক (মহিলা) মেরি ইরাপ্স
আরও পড়ুন- রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে সিরিজ ড্র করল নিউজিল্যান্ড