নয়াদিল্লি: ও পি জৈসা বিতর্কে এবার মুখ খুললেন তাঁর কোচ নিকোলাই স্নেসারেভও৷ কার্যত ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের পাশে দাঁড়িয়ে স্নেসারেভ জানিয়েছেন, ম্যারাথন শুরুর আগেই জৈসার কাছে জানতে চাওয়া হয়, দৌড় চলাকালীন তিনি সংগঠকদের দেওয়া জল নেবেন, না কি আলাদা করে এনার্জি ড্রিঙ্ক নেবেন৷ জৈসা জানান, তিনি শুধুমাত্র পানীয় জলই নেবেন৷ ২০১৬-তে আগাগোড়া সমস্ত প্রতিযোগিতাতেই শুধুমাত্র পানীয় জল নিয়ে ম্যারাথনে দৌড়েছেন জৈসা৷ তাই বিতর্কের কোনও অবকাশ নেই।
রিও অলিম্পিকে ম্যারাথন দৌড়ের শেষে অসুস্থ হয়ে পড়েছিলেন জৈসা। দেশে ফিরে তিনি অভিযোগ করেন, ম্যারাথনের সময় ভারতের কোনও প্রতিনিধি ছিলেন না। তিনি দৌড়নোর সময় জল পাননি। দৌড় শেষ হওয়ার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখনও সম্পূর্ণ সুস্থ হননি।
জৈসার এই অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের ভূমিকার সমালোচনা করছেন ক্রীড়াপ্রেমীরা। যদিও ফেডারেশন যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। রিও অলিম্পিকে ম্যারাথনে দৌড়নো ভারতের অপর এক অ্যাথলিট কবিতা রাউত বুধবার জৈসার উল্টো সুরে কথা বলেছেন। তাঁর দাবি, জল পেতে কোনও সমস্যা হয়নি। এবার কোচের এই বয়ান জৈসা বিতর্কে নতুন করে ঘি ঢালল৷
জৈসা বিতর্কে ফেডারেশনের পাশে কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2016 11:04 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -