মুম্বই: কোচ রবি শাস্ত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। শাস্ত্রী কোহলির অঙ্গুলি হেলনে চলেন বলে কেউ কেউ অভিযোগ করেন। এ ব্যাপারে কোহলি বলেছেন, এমন উদ্ভট কথা তিনি এর আগে কখনও শোনেননি। অধিনায়ক বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, শাস্ত্রীর চেয়ে আমার মুখের ওপর সবচেয়ে বেশি বার না বলেছেন, এমন লোক নেই। তিনি এমন একজন মানুষ যে তাঁর কাছ থেকে সত্ পরামর্শ পাওয়া যায়। অতীতে শাস্ত্রীর কথা শুনেই আমি আমার খেলায় বদল ঘটিয়েছি’।
অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে কোহলি বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। অধিনায়ক বলেছেন, শুধু তিনিই নন, দলের অন্যান্য প্লেয়াররাও শাস্ত্রীর কাছ থেকে অনেক কিছু শিখেছে। যখন থেকে এই দলটা গড়ে তোলা শুরু হয়, তখন থেকে প্লেয়াররা যে দলেরই অঙ্গ, সেই বিশ্বাস এনে দেওয়াটা শাস্ত্রীর বড় অবদান।
কোহলি আরও বলেছেন, ২০১৪-র ইংল্যান্ড সফরটা আমাদের সকলের কাছেই খুব কঠিন গিয়েছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে শাস্ত্রী সাহায্য করেছেন। ২০১৫-র বিশ্বকাপে শিখর ধবনও এর সাক্ষী। প্লেয়ারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে সিদ্ধহস্ত শাস্ত্রী।
কোহলি বলেছেন, ‘এই পর্যায়ে বিষয়টি অনেকাংশেই ম্যান ম্যানেজমেন্টের আর রবিভাই সেটা দারুণ ভালোভাবে করতে পারেন। যে যার নিজের মতামত থাকতেই পারে। আমাদের আমাদের মতো থাকতে হয়। স্বাভাবিকভাবে যা ঘটে, তা করা থেকে বিরত থাকতে পারি না। ভ্রান্ত পথে কোনও কিছুই হয় না’।