কলকাতা: আইলিগে প্রথম হার। নিজেদের ক্লাবের মাঠেই মুখ পুড়ল মোহনবাগানের। ব্যর্থতার দায় নিয়ে কোচ পদ থেকে ইস্তফা দিলেন সঞ্জয় সেন।
পরপর ড্র করে পয়েন্ট নষ্ট। লিগ তালিকায় গতি ক্রমশ নিচের দিকে। দলের পারফরমেন্স নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছিলই। আর, মঙ্গলবারই আগুনে ঘি। নিজের ক্লাবের মাঠে চেন্নাই সিটির কাছে ২-১ গোলে হার। ১০ জনে খেলেও জিতল চেন্নাই। সঞ্জয় সেন জমানায় হোম ম্যাচে প্রথম হার।
লাগাতার পারফরমেন্সের খরায় মাথাচাড়া দেওয়া অসন্তোষের মধ্যেই নাটকীয় পদত্যাগ বাগানের হেডস্যারের। ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন সঞ্জয় সেন। এদিন ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল করে চেন্নাইকে এগিয়ে দেন জোয়াকিম। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রোমা। কিন্তু, শেষ মুহূর্তে গোল করে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় চেন্নাই। ম্যাচ শেষের পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা মাঠ।
এমনকী, সাংবাদিক বৈঠকে সঞ্জয়কে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলেও অভিযোগ। শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠকে সব বিতর্কে ইতি টানলেন সঞ্জয় নিজেই। ২০১৪-এর ৮ ডিসেম্বর মোহনবাগানের কোচ পদে যোগ দেন সঞ্জয়। দীর্ঘ তিন বছর সঞ্জয় সেন জমানা। ক্লাবকে দিয়েছেন দেশের অন্যতম সেরা দু’টি খেতাব। ২০১৪-১৫ তে আইলিগ দেন সবুজ মেরুন ব্রিগেডকে। ২০১৫-১৬ মরসুমে তাঁর হাত ধরেই আসে ফেডারেশন কাপ।
তাঁর হাত ধরে ডার্বিতেও সাফল্য দেখেছে সবুজ মেরুন স্কোয়াড। খেতাব মুঠোয় এসেও ফস্কে গিয়েছে, বহুবার। সাফল্য-ব্যর্থতার উত্থান-পতনের মধ্যেই দীর্ঘ তিন বছর পর সরে দাঁড়ানো।
ক্লাবসূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে বুধবারই সঞ্জয়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী।
চেন্নাই সিটির কাছে ২-১ গোলে হার, মোহনবাগান কোচের পদ থেকে ইস্তফা সঞ্জয় সেনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jan 2018 09:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -