হায়দরাবাদ: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সতর্ক করে দিলেন কোচ ফিল সিমন্স। তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বোলাররা যাতে বিরাট কোহলিকে ভয় না পায়, সেটা নিশ্চিত করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, একসঙ্গে দু’জন বোলার বিরাটকে বল করতে পারে। আমরা ওকে ব্যাটের বদলে উইকেট নিয়ে ক্রিজে পাঠাতে পারি। আমরা একটি বইয়ে সই করে লিখে দিতে পারি, একদিনের ম্যাচে বিরাটকে ১০০ রান দিয়ে দেব এবং অন্য খেলোয়াড়দের বিরুদ্ধে বোলিং করব। এর ফলে কী হবে জানি না, তবে বিরাটকে আউট করার জন্য এটা কঠিন প্রস্তাব। তার বদলে আমরা বিরাটকে আউট করার পরিকল্পনা কার্যকর করার চেষ্টা করতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজের কোচ আরও বলেছেন, ‘গত বছর আমরা ভারতে টি-২০ ও একদিনের ম্যাচ খেলেছিলাম। আমরা বহু পিছিয়ে ছিলাম, এমন নয়। একটি ম্যাচ টাই হয়েছিল। তাই আমরা তখন কীভাবে খেলেছিলাম, সেটা ফিরে দেখতে হবে। গতবারের চেয়ে এবার যাতে ভাল খেলতে পারি, সেই চেষ্টা করতে হবে। কারণ, ভারতের বিরুদ্ধে খেলা সহজ নয়।’