ইস্ট রাদারফোর্ড (মার্কিন যুক্তরাষ্ট্র): শতবর্ষের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া-পেরু লড়াইয়ে নায়ক হয়ে উঠলেন আর্সেনালের গোলকিপার ডেভিড অসপিনা। তাঁর বিশ্বস্ত হাতই কলম্বিয়াকে সেমিফাইনালে তুলল। বুধবার শেষ চারের লড়াইয়ে মেক্সিকো-চিলি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে কলম্বিয়া।
এদিন ৭৯ হাজারেরও বেশি মানুষ খেলা দেখতে এসেছিলেন। নির্ধারিত সময়ে গোল না হলেও, দর্শকদের হতাশ হতে হয়নি। কারণ, এই ম্যাচে উত্তেজনার অভাব ছিল না। বিশেষ করে শেষদিকে নাটক জমে ওঠে। ইনজুরি টাইমে একটি অসাধারণ সেভ করে দলকে বাঁচিয়ে দেন অসপিনা। এরপর টাইব্রেকারে পেরুর ট্রকোর শট পায়ে লাগিয়ে বাঁচিয়ে দেন কলম্বিয়ার গোলকিপার। ৪-২ গোলে জিতে যায় কলম্বিয়া।
কলম্বিয়াকে কোপার সেমিফাইনালে তুললেন অসপিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2016 07:48 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -