মস্কো: এবারের বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে কোন ১৬টি দল পরের রাউন্ডে যাবে, সেটা আজ ঠিক হয়ে গেল। গ্রুপ এইচ-এর শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল জাপান-পোল্যান্ড ও কলম্বিয়া-সেনেগাল। ৪ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে গ্রুপের শীর্ষে থাকা দুই দল জাপান ও সেনেগাল ০-১ গোলে হেরে গেল। তবে আগেই ছিটকে যাওয়া পোল্যান্ডের কাছে হেরেও নক-আউটে চলে গেল জাপান। অন্যদিকে, কলম্বিয়ার কাছে হেরে ছিটকে গেল সেনেগাল। ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা দল হল কলম্বিয়া। জাপান ও সেনেগালের পয়েন্ট ও গোলপার্থক্য সমান। তবে সেনেগালের চেয়ে কম হলুদ কার্ড দেখাতেই ফেয়ার প্লে নিয়মের ভিত্তিতে নক-আউটে চলে গেল এশিয়ার দলটি। এই প্রথম এভাবে গ্রুপ লিগ থেকে নক-আউটে গেল কোনও দল।
আজকের ম্যাচের আগে গ্রুপ এইচ থেকে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এগিয়েছিল সেনেগাল ও জাপান। কিন্তু শেষ ম্যাচে সব হিসেবই বদলে গেল। সেনেগালের বিরুদ্ধে ম্যাচের ৭৪ মিনিটে একমাত্র গোল করেন ইয়েরি মিনা। একইভাবে জাপান-পোল্যান্ড ম্যাচেও প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৫৯ মিনিটে পোল্যান্ডের হয়ে একমাত্র গোল করেন জ্যান বেডনারেক। তবে নিজেরা হারলেও, কলম্বিয়ার জয়ের ফলে নক-আউটের টিকিট পেয়ে গেল জাপান।
হেরেও ফেয়ার প্লে-র ভিত্তিতে বিশ্বকাপের নক-আউটে জাপান, সেনেগালকে হারিয়ে গ্রুপ শীর্ষে কলম্বিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jun 2018 09:32 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -