নাগপুর: ভারতের সীমিত ওভারের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার চাপে বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হারের পর হঠাৎই ভারতীয় শিবিরে সিরিজ হারের আতঙ্ক। নাগপুরে দ্বিতীয় ম্যাচে হারলেই যে ১৫ মাস পরে ঘরের মাঠে প্রথমবার সিরিজ খোয়াতে হবে। শেষবার ২০১৫ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। তার পুনরাবৃত্তি চাইছেন না বিরাট। সেই কারণে তিনি সতর্ক।
ইডেনে একদিনের সিরিজের শেষ ম্যাচ এবং কানপুরে প্রথম টি-২০ ম্যাচে ভারতের হারের প্রধান কারণ ব্যাটিং ব্যর্থতা। কানপুরে স্বয়ং বিরাট ওপেন করতে নেমেছিলেন। শুরুটা ভাল করেও, বড় রান পাননি বিরাট। ফলে দ্বিতীয় ম্যাচের আগে কম্বিনেশন নিয়ে চিন্তায় ভারতের অধিনায়ক। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও প্রথম টি-২০ ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিরাট ও কোচ অনিল কুম্বলেকে।
গত দুটি ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি নাগপুরে সাম্প্রতিক রেকর্ডও ভারতের বিপক্ষে। গত বছর টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের স্মৃতি এখনও টাটকা। সেই কারণে আগামীকাল ভারতীয় দলে বদলের সম্ভাবনা রয়েছে। দলে আসতে পারেন ঋষভ পন্থ।
সিরিজ বাঁচানোর ম্যাচে কম্বিনেশন নিয়ে চিন্তায় বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jan 2017 02:50 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -