লন্ডন: আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন মাঠে দু’দলের ক্রিকেটার ও আম্পায়ার ছাড়া আর কেউ ঢুকতে পারেন না। কিন্তু ঐতিহ্যবাহী লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্ব একাদশের ম্যাচে স্লিপে দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে দেখা গেল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেনকে। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ম্যাচ কীভাবে আন্তর্জাতিক তকমা পেতে পারে?
ঘূর্ণিঝড় হারিকেনে ক্ষতিগ্রস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের দু’টি স্টেডিয়াম নতুন করে সাজানোর জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়। তবে ম্যাচটিকে আন্তর্জাতিক তকমা দেওয়া হয়। কিন্তু সেই ম্যাচেই মাথায় গো প্রো ক্যামেরা ও হাতে মাইক্রোফোন নিয়ে প্রথম স্লিপে দেখা যায় হুসেনকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই সমালোচনা করছেন।