বারাণসী: কয়েকদিন আগেই দেশকে এনে দিয়েছেন সম্মান। কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে জিতেছেন সোনা। কিন্তু এহেন ক্রীড়াবিদ পুনম যাদবই দেশে ফিরে আক্রান্ত হলেন। তিনি বারাণসীর রোহানিয়া অঞ্চলে এক আত্মীয়র বাড়িতে ছিলেন। সেখানেই বিবাদের জেরে পুনম ও তাঁর আত্মীয়দের মারধর করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন পুনম। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশকে সোনা জিতিয়ে দেশে ফেরার পর উষ্ণ অভ্যর্থনা পান পুনম। তিনি যেখানে থাকেন সেই দাদুপুর গ্রাম বারাণসী শহর থেকে সাত কিমি দূরে। সেখানেই জন্ম থেকে বড় হয়েছেন এই ভারোত্তোলক। গ্রামের সবাই তাঁকে নিয়ে গর্বিত। কিন্তু তিনি আত্মীয়র বাড়িতে যেতেই বদলে গেল ছবিটা। পুলিশ সূত্রে খবর, পুনমের আত্মীয়র পরিবারের সঙ্গে ওই প্রতিবেশীর দীর্ঘদিনের বিবাদ। তার জেরেই এই হামলা।
দেশে ফিরে আক্রান্ত কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পুনম যাদব
Web Desk, ABP Ananda
Updated at:
14 Apr 2018 07:24 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -