বার্মিংহাম: গতকালই লন বোলিংয়ে মহিলাদের ফোরস সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল প্রথমবার কমনওয়েলথ গেমসে পদকজয় সুনিশ্চিত করেছিল। আজ ঐতিহাসিক সোনা জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে নামছে দল। এছাড়া ভারোত্তোলনেও আরও একটি পদক জয়ের হাতছানি রয়েছে। পুনম যাদব ৭৬ কেজির ফাইনালে নামছেন। পুরুষ টেবিল টেনিস দলের সামনেও রয়েছে স্বর্ণপদক জয়ের সম্ভাবনা।

এছাড়া স্কোয়াশে বাংলার সৌরভ ঘোষাল, জিমন্যাস্টিক্সে সত্যজিৎ মন্ডলরা নামছেন বার্মিংহামে দেশের মুখ উজ্জ্বল করতে। কখন, কোথায় চোখ রাখবেন? এক নজরে দেখে নিন আজ ভারতীয় অ্যাথলিটদের সম্পূর্ণ সূচি। 

লন বোলিং

মহিলাদের জুটির প্রথম রাউন্ড, সেকশন বি, ভারত বনাম নিউজিল্যান্ড, দুপুর ১

মহিলাদের ট্রিপলস প্রথম রাউন্ড, সেকশন সি, ভারত বনাম নিউজিল্যান্ড, দুপুর ১

মহিলাদের ফোরস, স্বর্ণপদক ম্যাচ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, বিকেল ৪.১৫

পুরুষদের সিঙ্গেলস প্রথম রাউন্ড, সেকশন ডি, মৃদুল বড়গোঁহাই, বিকেল ৪.১৫

পুরুষদের ফোরস প্রথম রাউন্ড, সেকশন সি, ভারত বনাম ফিজি, রাত ৮.৪৫

মহিলাদের ট্রিপলস দ্বিতীয় রাউন্ড, সেকশন সি, ভারত বনাম ইংল্যান্ড, রাত ৮.৪৫

ভারোত্তোলন

মহিলাদের ৭৬ কেজি, ফাইনাল, পুনম যাদব, দুপুর ২

পুরুষদের ৯৬ কেজি, ফাইনাল, বিকাশ ঠাকুর, সন্ধে ৬.৩০

মহিলাদের ৮৭ কেজি, ফাইনাল, উষা বান্নুর, রাত ১১

অ্যাথলেটিক্স 

পুরুষদের লং জাম্প কোয়ালিফায়ার, এম শ্রীশঙ্কর, মহম্মদ অনিশ, দুপুর ২.৩০

মহিলাদের শট পাট কোয়ালিফায়ার, গ্রুপ বি, মনপ্রীত কৌর, দুপুর ৩.৩০

মহিলাদের ১০০ মিটার দৌড়, দ্যুতি চন্দ, বিকেল ৫.১৭

পুরুষদের হাই জাম্প কোয়ালিফায়ার, তেজস্বিনী শঙ্কর, রাত ১২.০৩

মহিলাদের ডিসকাস থ্রো, ফাইনাল, নবজিৎ কৌর, সীমা পুনিয়া, রাত ১২.৫২

সাঁতার

পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক, শ্রীহরি নটরাজ, দুপুর ৩.০৪

পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল, অদ্ভেত পেজ, বিকেল ৪.১০

পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল, কুশাগ্র রাওয়াত, বিকেল ৪.২৮

জিমন্যাস্টিক্স

পুরুষদের ভল্ট, ফাইনাল, সত্যজিৎ মন্ডল, বিকেল ৫.৩০

পুরুষদের প্য়ারালাল বার, ফাইনাল, সইফ সাদিক তাম্বোলি, সন্ধে ৬.৩৫

টেবিল টেনিস

পুরুষদের দলগত ফাইনাল, ভারত বনাম সিঙ্গাপুর, সন্ধে ৬

হকি

মহিলাদের পুল এ ম্যাচ, ভারত বনাম ইংল্যান্ড, সন্ধে ৬.৩০

স্কোয়াশ

মহিলাদের সিঙ্গেলস প্লেট, সেমিফাইনাল, সুনয়না কুরুভিলা, রাত ৮.৩০

পুরুষদের সিঙ্গেলস, সেমিফাইনাল, সৌরভ ঘোষাল, রাত ৯.১৫

ব্য়াডমিন্টন

মিক্সড দল, স্বর্ণপদক ম্যাচ, রাত ১০ 

বক্সিং 

পুরুষদের ৬৭ কেজি, ওয়াল্টারওয়েট, রোহিত টোকাস, রাত ১১.৪৫

আরও পড়ুন: জুডোয় জোড়া পদক, লন বলে ইতিহাস, সেমিতে বাংলার সৌরভ, খেলার দুনিয়ার সব খবর