বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পদক তালিকায় কে কাকে ছাপিয়ে যেতে পারে, তা নিয়ে টানটান উত্তেজনা। পঞ্চম দিনের শেষে ভারতের ঝুলিতে রয়েছে ৫টি সোনা-সহ মোট ১৩টি পদক। পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?


ছয়ে ভারত


কমনওয়েলথ গেমসে পদক তালিকায় ভারত রয়েছে ছয় নম্বরে। ভারতের ঝুলিতে রয়েছে ৫টি সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক। সব মিলিয়ে ১৩টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।


ভারতের চেয়ে একটি সোনা বেশি জিতে দক্ষিণ আফ্রিকা রয়েছে ৫ নম্বরে। প্রোটিয়া শিবিরে রয়েছে ১৬টি পদক। পদক তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। তারা কার্যত বাকিদের ধরাছোঁয়ার বাইরে। ৪২টি সোনা-সহ মোট ১০৬টি পদক জিতেছে অস্ট্রেলিয়া। ৩১টি সোনা-সহ মোট ৮৬টি পদক জিতে দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড। ১৩টি সোনা-সহ ২৬টি পদক জিতে তিন নম্বরে নিউজিল্যান্ড। ১১টি সোনা-সহ ৪৬টি পদক জিতে চার নম্বরে রয়েছে কানাডা। প্রথম দশের বাকি দেশগুলি হল স্কটল্যান্ড, ওয়েলশ, মালয়েশিয়া ও নাইজিরিয়া।


টিটিতে সোনা


নাইজিরিয়াকে সেমিফাইনালে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করেছিল ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল। ফাইনালে সিঙ্গাপুরের বিরুদ্ধেও অব্যাহত রইল ভারতীয় প্যাডলারদের দাপট। এবারের কমনওয়েলথ গেমসের পঞ্চম স্বর্ণপদক আসল টেবিল টেনিস থেকেই।


গত ম্যাচগুলির মতো এই ম্যাচেও সাথিয়ান জ্ঞানসেকরন (Sathiyan Gnanasekaran) ও হরমীত দেশাই (Harmeet Desai) ভারতের হয়ে ডাবলসে, টাইয়ের প্রথম ম্যাচে নামেন। তাঁরা নিজেদের দাপট অব্যাহত রেখে ইয়ং কোয়েক এবং ইউ পাংয়ের জুটিকে ১৩-১১, ১১-৭, ১১-৫ স্কোরলাইনে হারিয়ে ভারতকে টাইয়ে এগিয়ে দেন।


শরথের অবাক হার


এরপর খেলতে নামেন অভিজ্ঞ ভারতীয় প্যাডলার শরথ কমল (Sharath Kamal)। গত ম্যাচে দ্বিতীয় গেম খুইয়েছিলন তিনি, এই ম্যাচে প্রথম গেমেই ৭-১১ স্কোরলাইনে জে ইউয়ের কাছে হারতে হয় তাঁকে। দ্বিতীয় গেমে ১৪-১২ স্কোরলাইনে লড়াই করে জয় পান শরথ। তবে শেষ দুই গেমে হেরে বসেন তিনি। শেষ দুই গেমের স্কোর ৩-১১, ৯-১১। ফলে দুই ম্যাচ শেষে উভয় দলই একটি করে জয় পায়। প্রসঙ্গত, এটিই এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে ভারতীয় প্যাডলারদের প্রথম হার।


তবে শরথের হারের পরেই আবারও ভারতকে টাইয়ে এগিয়ে দেন সাথিয়ান। তিনি গতকালের মতো একটি গেম হারলেও, চার গেমের ম্যাচে ইউ পাংকে ১২-১০, ৭-১১, ১১-৭, ১১-৪ স্কোরলাইনে পরাস্ত করেন। টাইয়ে ২-১ এগিয়ে যায় ভারত। টুর্নামেন্টে নিজের প্রখম সিঙ্গেলস ম্যাচ খেলতে নেমে হরমীত কিন্তু হতাশ করলেন না। নিজের ম্যাচ জিতে ভারতের হয়ে টেবিল টেনিস থেকে সোনা জয় নিশ্চিত করলেন তিনি।


টানা দ্বিতীয় সোনা


হরমীতের ম্যাচের স্কোরলাইন ১১-৮, ১১-৫, ১১-৬। ৩-১ স্কোরলাইনে সিঙ্গাপুরকে ফাইনালে হারাল ভারত। নিজেদের স্বর্ণপদকও সফলভাবে ডিফেন্ড করলেন শরথরা। মেলবোর্ন ২০০৬ ও গোল্ড কোস্ট ২০১৮-র পর, কমনওয়েলথে এই বিভাগে এটি ভারতের তৃতীয় স্বর্ণপদক।


আরও পড়ুন: লন বলের পর এবার টিটি, কমনওয়েলথ গেমসে পঞ্চম সোনা জিতল ভারত