বার্মিংহাম: গতকালই নাইজেরিয়াকে সেমিফাইনালে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করেছিল ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল। ফাইনালে সিঙ্গাপুরের বিরুদ্ধেও অব্যাহত রইল ভারতীয় প্যাডলারদের দাপট। এবারের কমনওয়েলথ গেমসের পঞ্চম স্বর্ণপদক আসল টেবিল টেনিস থেকেই।
গত ম্যাচগুলির মতো এই ম্যাচেও সাথিয়ান জ্ঞানসেকরন (Sathiyan Gnanasekaran) ও হরমীত দেশাই (Harmeet Desai) ভারতের হয়ে ডাবলসে, টাইয়ের প্রথম ম্যাচে নামেন। তারা নিজেদের দাপট অব্যাহত রেখে ইয়ং কোয়েক এবং ইউ পাংয়ের জুটিকে ১৩-১১, ১১-৭, ১১-৫ স্কোরলাইনে হারিয়ে ভারতকে টাইয়ে এগিয়ে দেন।
শরথের অবাক হার
এরপর খেলতে নামেন অভিজ্ঞ ভারতীয় প্যাডলার শরথ কমল (Sharat Kamal)। গত ম্যাচে দ্বিতীয় গেম খুঁইয়েছিলন তিনি, এই ম্যাচে প্রথম গেমেই ৭-১১ স্কোরলাইনে জে ইউয়ের কাছে হারতে হয় তাকে। দ্বিতীয় গেমে ১৪-১২ স্কোরলাইনে লড়াই করে জয় পান শরথ। তবে শেষ দুই গেমে হেরে বসেন তিনি। শেষ দুই গেমের স্কোর ৩-১১, ৯-১১। ফলে দুই ম্যাচ শেষে উভয় দলই একটি করে জয় পায়। প্রসঙ্গত, এটিই এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে ভারতীয় প্যাডলারদের প্রথম হার।
তবে শরতের হারের পরেই আবারও ভারতকে টাইয়ে এগিয়ে দেন সাথিয়ান। তিনি গতকালের মতো একটি গেম হারলেও, চার গেমের ম্যাচে ইউ পাংকে ১২-১০, ৭-১১, ১১-৭, ১১-৪ স্কোরলাইনে পরাস্ত করেন। টাইয়ে ২-১ এগিয়ে যায় ভারত। টুর্নামেন্টে নিজের প্রখম সিঙ্গেলস ম্যাচ খেলতে নেমে হরমীত কিন্তু হতাশ করলেন না। নিজের ম্যাচ জিতে ভারতের হয়ে টেবিল টেনিস থেকে সোনা জয় নিশ্চিত করলেন তিনি।
নাগাড়ে দ্বিতীয় সোনা
হরমীতের ম্যাচের স্কোরলাইন ১১-৮, ১১-৫, ১১-৬। ৩-১ স্কোরলাইনে সিঙ্গাপুরকে ফাইনালে হারাল ভারত। নিজেদের স্বর্ণপদকও সফলভাবে ডিফেন্ড করলেন শরতরা। মেলবোর্ন ২০০৬ ও গোল্ড কোস্ট ২০১৮-র পর, কমনওয়েলথে এই বিভাগে এটি ভারতের তৃতীয় স্বর্ণপদক।
আরও পড়ুন: মহিলাদের লন বলে দুরন্ত পারফরম্যান্স, সোনা জয় টিম ইভেন্টে