বার্মিংহ্যাম: শুক্রবার কমনওয়েলথ গেমসে ভারতের জন্য স্বর্ণালী দিন ছিল। একের পর এক সাফল্য এসেছে। কুস্তিতে সোনা এসেছে পরপর। সাফল্য এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, টেবিল টেনিস ও ব্য়াডমিন্টনেও। আজ শনিবার কমনওয়েলথ গেমসের নবম দিনেও কি আসতে চলেছে ভারতের ঝুলিতে কোনও পদক? এক নজরে দেখে নেওয়া যাক আজকের কমনওয়েলথ সূচিতে ভারতের কোন কোন খেলা রয়েছে -

টেবিল টেনিস

মহিলাদের ডাবলসে (রাউন্ড অফ সিক্সটিন): শ্রীজা আকুলা ও রিথ টেনিসন জুটি নামবেন ওয়েলসের জুটির বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় ভারতীয় সময় দুপুর ২টোয়। ঠিক একই সময় মনিকা বাত্রা ও দিয়া পরাগ জুটি নামবেন মরিশাসের জুটির বিরুদ্ধে।

পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন শরথ কমল। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২.৪০।

পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে নামবেন জি সাথিয়ান।

বিকেল ৪.৫৫-তে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে শরথ কমল ও জি সাথিয়ান জুটি নামবেন অস্ট্রেলিয়ার জুটির বিরুদ্ধে। 

প্যারা অ্যাথলেটিক্স

ভারতীয় সময় দুপুর ২.৫৭-তে মহিলাদের শটপুটের ফাইনাল (পুনম শর্মা, শর্মিলা, সন্তোষ)

অ্যাথলেটিক্স

মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াক ফাইনাল। শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে।

বক্সিং

৪৫-৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে মহিলাদের বক্সিংয়ে নামবেন নীতু। খেলা শুরু দুপুর ৩টে।

৫৭ কেজি কোয়ার্টার ফাইনালে পুরুষদের বিভাগে নামবেন রবি কুমার। 

মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগে নামবেন ভিনেশ ফোগাট।

দুপুর ৩.৩০- এ ৪৮-৫১ পুরুষদের কেজি বিভাগে সেমিফাইনালে জাম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল।

৪৮-৫০ কেজি বিভাগে সেমিফাইনালে নামবেন নিখাত জারিন।

ক্রিকেট 

দুপুর ৩.৩০-এ ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল

ব্যাডমিন্টন

মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন পিভি সিন্ধু। খেলা শুরু বিকেল ৪.৩০।

লন বলে ভারত বনাম নর্দান আয়ারল্যান্ডের মধ্যে গোল্ড মেডেল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪.৩০।

স্কোয়াশ

মিক্সড ডাবলসের সেমিফাইনালে দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল জুটি নামবেন সন্ধে ৬.৪৫-এ।

প্যারা টেবিল টেনিস ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচে নামবেন ভারতের ভাবিনা পটেল। প্রতিপক্ষ নাইজেরিয়ার। খেলা শুরু রাত ১ টা।