মায়ামি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারতীয় দল। এমন অবস্থায় শনিবার (৬ অগাস্ট) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাতে (IND vs WI 4th T20I) জয়ের অর্থ ছিল সিরিজ পকেটে পুরে নেওয়া। ঠিক সেই কাজটাই সফলভাবে করল টিম ইন্ডিয়া।


বৃষ্টির জেরে ম্যাচ নির্ধারিত সময়ের খানিকটা পরেই শুরু হয়। আর্দ্র পরিবেশের লাভ তুলতেই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে কোনও বদল না করলেও, ভারতীয় দলে তিন তিনটি বদল ঘটে। খারাপ ফর্মের শ্রেয়স আইয়ার দল থেকে বাদ পড়েন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পাণ্ড্যকেও এই ম্য়াচে খেলানো হয়নি। পরিবর্তে অক্ষর পটেল, সঞ্জু স্যামসন ও রবি বিষ্ণোই সুযোগ পান। প্রত্যাশামতোই পিঠের চোট সারিয়ে মাঠে নামেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)।


রোহিত-সূর্যর দারুণ শুরু


ভারতীয় দলের হয়ে রোহিত ও সূর্যকুমার যাদব শুরুটা দারুণ আগ্রাসীভাবে করেন। তবে বড় ইনিংস কেউই খেলতে পারেননি। সূর্য ২৪ ও রোহিত ৩৩ রানে সাজঘরে ফেরেন। পরপর দুই উইকেট হারানোর পর দীপক হুডা ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে পরিস্থিতি কিছুটা সামাল দেন। দীপক ২১ রানে ফিরলে পন্থের সঙ্গে ইনিংস গড়ার কাজ চালিয়ে যান সঞ্জু। পন্থই এই ম্য়াচে ভারতের হয়ে সর্বাধিক ৪৪ রান করেন। সঞ্জু অপরাজিত থাকেন ৩০ রানে। শেষের দিকে অক্ষরের ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে।


জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা একেবারেই ভাল করেনি। দলগত ৫০ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলেন তারা। অধিনায়ক পুরান দুর্ধর্ষ আগ্রাসী মেজাজে শুরুটা করেছিলেন বটে। তবে দুর্ভাগ্যক্রমে তিনি ৮ বলে ২৪ রান করে রান আউট হন। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর ফলে ওয়েস্ট ইন্ডিজ কোনও সময়েই বড় রান তাড়া করে এই ম্যাচে জয় পাবে বলে মনে হয়নি। শেষমেশ ১৩২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস। ৫৯ রানের বিরাট ব্যবধানে জয় পায় ভারত।


অনবদ্য অর্শদীপ


ভারতীয় হয়ে এই ম্যাচে আবারও প্রভাবিত করেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। তিনি ১২ রানের বিনিময়ে তিন উইকেট নেন। আবেশ খানও ফর্মে ফেরেন। চার ওভারে ১৭ রানের বিনিময়ে তাঁর ভাগ্যেও জোটে দুই উইকেট। এছাড়া রবি বিষ্ণোই ও অক্ষরও দুইটি করে উইকেট নেন। তবে অক্ষর নিজের চার ওভারে ৪৮ রান খরচ করেন। রবিবার সিরিজের অন্তিম ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই সিরিজ জিতে নেওয়ায় ভারতীয় দল একটিও ম্য়াচ না খেলা ঈশানদের ওই ম্যাচে সুযোগ দেয় কি না, এখন সেটাই দেখার বিষয়। 


আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ব্রিটিশ বধ করে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা