বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে অনেকগুলো পদক এসেছে ভারতের (India) ঝুলিতে। ভারোত্তোলনে মোট চারটে পদক পেয়েছে টিম ইন্ডিয়া। এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্ন্যাচে ৮৮ কেজি ওজন তুলেছিলেন। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। জাতীয় রেকর্ড। এছাড়াও রুপো জিতেছিলেন গুরুরাজা পূজারি ও সঙ্কত সরগর। দিনের শেষে বিন্দিয়ারানি দেবীর হাত ধরে। আজ তৃতীয় দিনে ফের একবার ২২ গজে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে হরমনপ্রীত কৌরের দল।

তৃতীয় দিনে কমনওয়েলথ গেমসে ভারতের সূচি

ক্রিকেট 

ভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)

সাঁতার

পুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ (বিকেল ৩.০৭), পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক- হিট ৬: বিকেল ৩.৩১

জিমন্যাস্টিক

পুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিংহ (দুপুর ১.৩০)

ব্য়াডমিন্টন - মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (রাত ১০)

 

বক্সিং

৪৮-৫০ কেজি (লাইট ফ্লাইওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: নিখাত জারিন (বিকেল ৪.৪৫)

৬০-৬৩.৫ কেজি (লাইট ওয়েল্টারওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: শিভা থাপা (বিকেল ৫.১৫)

৭১-৭৫ কেজি (মিডলওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: সুমিত (সোমবার রাত ১২.১৫)

৯২ কেজি (সুপার হেভিওয়েট): সগর (সোমবার রাত ১)

 

হকি (পুরুষ)

ভারত বনাম ঘানা (রাত ৮.৩০)

 

ভারোত্তোলন ৬৭ কেজি ফাইনাল

জেরেমি লালরিনুনগা (দুপুর ২)

মহিলাদের ৪৯ কেজি বিভাগে ফাইনাল

পপি হাজারিকা (সন্ধে ৬.৩০)

পুরুষদের ৭৩ কেজি বিভাগে ফাইনাল

অচিন্ত্য শিউলি (রাত ১১)

 

স্কোয়াশ

মহিলাদের সিঙ্গলস: জোৎস্না চিনাপ্পা (সন্ধে ৬)

পুরুষদের সিঙ্গল: সৌরভ ঘোষাল (সন্ধে ৬.৪৫)

 

টেবিল টেনিস

মহিলাদের দলগত সেমিফাইনাল: রাত ১১.৩০

পুরুষদের কোয়ার্টার ফাইনাল: দুপুর ২টো

আরও পড়ুন: ভারোত্তোলনে আরও একটি পদক, রুপো জয় বিন্দিয়ারানি দেবীর