Hooghly Weather Update: আজ ৩১ জুলাই, হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে দেখে নিন। সর্বোচ্চ তাপমাত্রা কত হবে, সর্বনিম্ন তাপমাত্রাই বা কত থাকবে, আকাশ কতটা মেঘলা থাকবে, হাওয়ার গতিবেগ কত, কত শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত--- এইসব খুঁটিনাটি তথ্য জেনে নিন। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৩ কিলোমিটার। আকাশ ৫০ শতাংশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝেমাঝে চড়া রোদও দেখা দেবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হুগলি জেলার বিভিন্ন অংশে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে। আর এই চরম আর্দ্রতার কারণে আবহাওয়ার অস্বস্তিকর পরিবেশ এখনই দূর হবে না। হুগলি জেলায় আজ ৮৩ শতাংশ আর্দ্রতা থাকার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। 


আগামীকাল হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ প্রায় পুরোই মেঘলা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজকের তুলনায় আগামীকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেও শোনা যাচ্ছে। তবে ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে এখন ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া দফতর। 


হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।