নয়াদিল্লি: ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস (Birmingham Commonwealth Games), চলবে ৮ অগস্ট পর্যন্ত। ইংল্যান্ডের বার্মিংহ্যামে এবার কমনওয়েলথ গেমসের আসর বসছে। তার উদ্দেশ্যে শনিবারই (১৫ জুলাই) ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) ৩২২ জনের শক্তিশালী ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দিল। ৩২২ জনের মধ্যে ২১৫ জন অ্যাথলিটের পাশাপাশি ১০৭ জন আধিকারিক এবং সাপোর্ট স্টাফও দলের সঙ্গে বিলেতে যাবেন।
আলাদা জায়গায় থাকবেন হরমনপ্রীতরা
অলিম্পিকে পদকজয়ী ভারতীয় তারকাদের মধ্যে নীরজ চোপড়া (Neeraj Chopra), পিভি সিন্ধুরা (PV Sindhu) তো আছেনই, পাশাপাশি ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী মণিকা বাত্রা, এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী হিমা দাসও ভারতীয় দলে জায়গা পেয়েছেন। এবার কমনওয়েলথ গেমসে ক্রিকেটও খেলা হবে। তবে শুধু মহিলা দলই এই টুর্নামেন্টে খেলবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে শক্তিশালী ভারতীয় দলের ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ভারতীয় অ্যাথলিটরা কমনওয়েলথ গেমসের জন্য তৈরি পাঁচটি 'ভিলেজে' থাকলেও, হরমনপ্রীতদের জন্য আলাদাভাবে বার্মিংহ্যামের সিটি সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় দল সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব রাজীব মেহতা বলেন, 'আমরা আমাদের সর্বকালের অন্যতম শক্তিশালী দলকে এবার কমনওয়েলথ গেমসে পাঠাচ্ছি। শ্যুটিংয়ে আমরা বরাবরই ভাল করি। তবে এবারে তা না থাকলেও আমাদের পদক সংখ্যা বাড়ানোর বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। প্রতিযোগিতা যে কড়া হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমাদের অ্যাথলিটরা সেই চ্যালেঞ্জের জন্য তৈরি এবং ওরা দারুণ প্রস্তুতি করেছে। ওদের জন্য অনেক শুভকামনা রইল।'
২০১৮ সালে তৃতীয় হয়েছিল ভারত
গত বারের কমনওয়েলথ গেমসে দুই শক্তিধর দেশ, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পরে, তৃতীয় স্থানে শেষ করেছিল ভারতীয় দল। এবার আরও আগে শেষ করাই লক্ষ্য ভারতের। ব্যাডমিন্টন, হকি, ক্রিকেটের মতো ইভেন্টে ভারত ভাল ফল করার আশা করবে। ভারতীয় স্কোয়াডের অনেকজনই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলছে। তারা সরাসরি বার্মিংহ্যাম পৌঁছবেন। বাকিরা নয়াদিল্লি থেকেই ইংল্যান্ডের বিমানে চাপবেন। ২৩ জুলাই সরকারিভাবে কমনওয়েলথ গেমসের 'ভিলেজ'গুলি খুলে যাবে।
আরও পড়ুন: একমাত্র ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লং জাম্পের ফাইনালে মুরলী শ্রীশঙ্কর