বার্মিংহাম: ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে উঠলেন ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ (Srihari Nataraj)। নিজের হিটে তৃতীয় দ্রুততম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন নটরাজ। সেমিতে নেমেও তার ভাল পারফরম্যান্স অব্যাহত।


সপ্তম হয়ে ফাইনালে


কোয়ার্টার ফাইনালে ৫৪.৬৮ সেকন্ডে ১০০ মিটার সম্পূর্ণ করেছিলেন বেঙ্গালুরুর তরুণ। এবার সেমিফাইনালে তিনি আরও দ্রুত ৫৪.৫৫ সেকেন্ডে ব্যাকস্ট্রোকে ১০০ মিটার অতিক্রম করলেন। নিজের হিটে চতুর্থ স্থানে শেষ করেছেন নটরাজ। সব মিলিয়ে সপ্তম হয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন নটরাজ। প্রথম দিনে নটরাজই অ্যাকোয়াটিক্সে ভারতের একমাত্র সফল অ্যাথলিট।


সজন প্রকাশ এবং অভিষেক ঘটানো কুশাগ্র রাওয়াত (Kushagra Rawat) , দুই ভারতীয় সাঁতারুই হতাশ করেছিলেন। তারা দুইজনের কেউই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি। সুতরাং, এই বিভাগে নটরাজই ভারতের একমাত্র আশা ছিলেন। তিনি ভারতের আশা জিইয়ে রাখলেন। ফাইনালে পদকের জন্য লড়াই করতে দেখা যাবে ২১ বছর বয়সি নটরাজকে। 


ধারাবাহিক নটরাজ


নটরাজ কিন্তু বহুদিন ধরেই ভাল পারফর্ম করে আসছেন। গত বছর রোমে সেটে কোলে ট্রফিতে ৫৩.৭৭ সেকেন্ডে ব্যাকস্ট্রোকে ১০০ মিটার অতিক্রম করে জাতীয় রেকর্ড গড়েছিলেন নটরাজ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নটরাজের ২:০১.৭ সেকেন্ডও জাতীয় রেকর্ড বটে। টোকিও অলিম্পিক্সে তিনি প্রথম ভারতীয় হিসাবে 'এ' হিটে অংশগ্রহণ করেছিলেন। তবে শেষমেশ অবশ্য হতাশাজনক ২৭ নম্বর স্থানে শেষ করেন তিনি।


এবার ভাগ্য বদলের আশায় নটরাজ। তার কাঁধেই টিকে ব্যাকস্ট্রোক থেকে ভারতের পদক জয়ের স্বপ্নও। এছাড়া আজই ভারতের হয়ে কমনওয়েলথ গেমস পারফর্ম করতে নামছেন মীরাবাঈ চানু, লভলিনা বড়গোঁহাইরা। সাঁতারের ক্ষেত্রে ২০০ মিটার ফ্রিস্টাইল- হিট থ্রিতে নামবেন কুশাগ্র রাওয়াত। প্রসঙ্গত, ৩১ জুলাই, রবিবার, ভারতীয় সময় অনুযায়ী রাত ১:৩৫-এ ফাইনালে নামবেন শ্রীহরি নটরাজ।


আরও পড়ুন:আজ নামছেন লভলিনা, প্রণতি, কমনওয়েলথের দ্বিতীয় দিনে দেখে নিন ভারতের ক্রীড়াসূচি?