কলকাতা: প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chhele) ছবির ট্রেলার। কৌশিক গঙ্গোপাধ্য়ায় (Kaushik Ganguly) পরিচালিত এই ছবির ঘোষণা থেকেই বেশ আলোড়ন তৈরি করেছিল। নজর কেড়েছিল ছবির টিজারও। এবার মুক্তি পেল ট্রেলার (trailer)।


'লক্ষ্মী ছেলে'র ট্রেলার


শনিবার, মুক্তি পেল 'লক্ষ্মী ছেলে' ছবির ট্রেলার। 'উইন্ডোজ' প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত 'লক্ষ্মী ছেলে'র ট্রেলার পোস্ট করে এদিন লেখা হয়, 'এখনও তারা নির্ভীক... এখনও তাদের স্পর্ধা আছে রুখে দাঁড়ানোর... মানুষের বাঁচা মরা তাদের এখনও ভাবায়... তাই ওরাই আমাদের লক্ষ্মী ছেলে!' 


মিনিট তিনেকের ট্রেলারে স্পষ্ট অন্ধবিশ্বাস ও বিজ্ঞানের লড়াই, নিচু জাত ও উঁচু জাতের সংঘর্ষ। একদিকে গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস, আর তার মুখোমুখি দাঁড়িয়ে শহুরে ডাক্তারদের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা। সেই সঙ্গে রইল স্তোস্ত্রপাঠ, ধ্বজা, শঙ্খধ্বনি, আর চিকিৎসা বিজ্ঞান-হাসপাতালের ঘরের এক অদ্ভুত মেলবন্ধন। সবশেষে রক্তমাখা দুই পা, শিহরিত করবে।


 



কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'লক্ষ্মী ছেলে' মুক্তি পাচ্ছে ২৫ অগাস্ট। মুখ্যভূমিকায় অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly), ঋত্বিকা পাল (Ritwika Pal) ও পূরব শীল আচার্য (Purab Seal Acharya)। ছবিতে গূরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায় (Indrasish Roy), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) ও প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya)।


আরও পড়ুন: Happy Birthday Sonu Sood: জন্মদিনে ফিরে দেখা সোনু সুদের বিখ্যাত কিছু সিনেমার কাজ


দিন কয়েক আগে মুক্তি পেয়েছে 'লক্ষ্মীছাড়া' ব্যান্ডের হাত ধরে প্রচারের প্রথম গান 'লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে'। মিউজিক ভিডিওতে ব্যান্ডের সঙ্গে দেখা গিয়েছিল সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরীকে (Somlata Acharyya Chowdhury)।


প্রসঙ্গত, চলতি বছর ফাদার্স ডে-তে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলে উজানের সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান যে, প্রথমবার তাঁর পরিচালনায় মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে ছেলে উজানকে। ছবির পোস্টারে দেখা যায় উজানের কোলে রয়েছে একটি শিশু।