বার্মিংহাম: জুডোকার সুশীলা দেবীর (Sushila Devi) হাত ধরে ভারত ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) চতুর্থ স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছিল। তবে সেই আশা পূর্ণ হল না। জুডোর ৪৮ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হলেন মণিপুরের জুডোকার।


সুশীলার রুপো


ফাইনালে দক্ষিণ আফ্রিকার মিশেল হোয়াইটবুইয়ের বিরুদ্ধে হারতে হল ২৭ বছর বয়সি সুশীলা দেবীকে। ফাইনালে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে শেষ পর্যন্ত ৪.২৫ মিনিটের ম্যাচে 'ওয়াজা আরি'-এর মাধ্যমে পরাজিত হতে হল সুশীলা দেবীকে। 'গ্লোডেন স্কোর' পিরিয়ডেই ভারতীয় জুডোকা পরাজিত হন। ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাকে। এটি কমনওয়েলথ গেমসে তার দ্বিতীয় রুপো জয়। ২০১৪ সালেও স্কটল্যান্ডের গ্লাসগোয়ও সুশীলা দেবী রুপো জিতেছিলেন। সবমিলিয়ে এই নিয়ে বার্মিংহামে সপ্তম পদক জিতল ভারতীয় দল। তবে ভারোত্তোলনের ব্যতীত এটাই এই বারের পদক।


সোমবার পায়ে সেলাই নিয়েই ভারতের জন্য পদকজয়ের আশা নিয়ে লড়াই করেছিলেন সুশীলা। সেমিফাইনালে 'ইপ্পন'-এর মাধ্যমে শীর্ষ বাছাই মরিশিয়াসের প্রিস্সিলা মোরান্ডকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করেন ভারতের জুডোকা। তারপর স্বভাবতই তার থেকে সকলেই সোনারই প্রত্যাশা করছিল। তা না হওয়ায় খানিকটা হতাশ তো হবেনই মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর। তবে চোট সত্ত্বেও লড়াই চালিয়ে যাওয়া এবং রুপো জয় মুখের কথা নয়। তাই পরাজিত হলেও, সুশীলার পারফরম্যান্স গর্ব করার মতোই।


 






বিজয়ের ব্রোঞ্জ


সুশীলা দেবীর রুপো জয়ের প্রায় একই সঙ্গে জুডো থেকেই আরও এক পদক জিতে নিল ভারত। ৬০ কেজি বিভাগে বিজয় কুমার যাদব (Vijay Kumar) 'ইপ্পন'-এর মাধ্যমে সাইপ্রাসের পেট্রোস ক্রিস্টোডউলিডেজকে পরাজিত করলেন। বিজয়ের ব্রোঞ্জ জেতায় ভারতের পদকসংখ্যা দাঁড়াল আট। 


আরও পড়ুন: বাংলাদেশের প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে হুসামু