বার্মিংহাম: ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) গ্রুপ 'এ'-তে নিজেদের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা হকি দল (Indian Women's Hockey Team)। কার্যত মরণ-বাঁচন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ স্কোরলাইনে জিতল সবিতা পুণিয়ার দল।


শেষ কোয়ার্টারে গোল


টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ঘানাকে ৫-০ ও ওয়েলশকে ৩-১ হারিয়ে ভারতীয় মহিলা হকি দল শুরুটা দারুণ করেছিল। তবে নিজেদের প্রথম বড় চ্যালেঞ্জে, গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-৩ পরাজিত হন সবিতারা। ফলে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে কানাডাকে হারাতেই হত। ঠিক সেই কাজটাই করে দেখাল ভারত। ম্যাচে একেবারে শেষ কোয়ার্টারে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।


 






ম্যাচে বন্দনা কাটারিয়া ও নবনীপ কৌরের গোলে শুরুতেই এগিয়ে যায় ভারত। তবে ব্রাইন স্টেয়ার্স ও হ্যানার গোলে সমতা ফেরায় কানাডা। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে শেষ কোয়ার্টারে আক্রমণের পথ বেছে নেয়। তবে শেষ পর্যন্ত লালরেমসিয়ামির গোলেই ভারত ম্যাচ নিজেদের নামে করে। শেষের দিকে কানাডা গোলকিপার ছাড়াই ১১ জন আউটফিল্ড খেলোয়াড় নিয়ে মরিয়া হয়ে ঝাঁপায়। এর ফলে ভারতীয় দলে আবারও একবার গোলের সুযোগ পেয়েছিল বটে।


গ্রুপে দ্বিতীয়


তবে গোল আর হয়নি। শেষের কয়েক সেকেন্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারতীয় দল প্রতিপক্ষের গোলের সামনেই বল দখল রেখে খেলা চালিয়ে যায়। ফলে গোল করার আর সুযোগ পায়নি কানাডা। এই জয়ের ফলে গ্রুপ 'এ'-তে ইংল্যান্ডের থেকে এক ম্যাচ বেশি খেলে, সমান ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল ভারতীয় দল। ভারতের গোলপার্থক্য ছয় (পক্ষে ১২, বিপক্ষে ছয়)। ফলে পাকা হয়ে গেল তাদের সেমিফাইনালের স্থানও। 


আরও পড়ুন: জুডো থেকে তৃতীয় পদক জয়ের সম্ভাবনা প্রবল, সেমিতে উঠলেন তুলিকা