মাউন্ট মাউগানুই: পৃথ্বী শ ও শুবমান গিলের মতো তরুণ ক্রিকেটাররা ভারতীয় দলে দ্রুত উঠে আসছে। তরুণ তারকারা যে এখন আগের থেকে দ্রুত পরিণত হচ্ছে, তা এই ঘটনা থেকেই টের পাওয়া যায়। এতে দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন।
গত অক্টোবরে টেস্টে অভিষেক হয়েছে পৃথ্বী শ-র। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন শুবমান। এক বছর আগে ভারতের অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই দুই ক্রিকেটার।
বিশ্বকাপের আগে ভারতীয় দলে, বিশেষ করে, মিডল অর্ডারে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ধবন বলেছেন, ভারতীয় ক্রিকেটে তরুণ খেলোয়াড়রা দ্রুত পরিণত হচ্ছে। এতে দলে ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। সবাইকেই সতর্ক থাকতে হচ্ছে।
ধবন বলেছেন, পৃথ্বীর মতো কেউ টেস্ট দলে এসে যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি ও ৭০ রান করল, তা দেখিয়ে দেয় যে আমার রিজার্ভ বেঞ্চ দারুণ শক্তিশালী। তাই দলের ১৫ সদস্যের মধ্যেই প্রতিদ্বদ্বিতা রয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ধবনের ব্যাটে রানের খরা চলছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফের রানে ফিরেছেন তিনি। গত বুধবার অপরাজিত ৭৫ রানের দৌলতে তিনি একদিনের ক্রিকেট কেরিয়ারে ৫০০০ রান পূর্ণ করেছেন। এ ব্যাপারে ধবন বলেছেন, এই মাইলস্টোনের অর্থ আমি ভালো খেলছি। এজন্য আমি কৃতজ্ঞ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচগুলির তুলনায় খেলার ধরন তিনি বদলেছেন কিনা, এই প্রশ্নের উত্তরে ধবন বলেছেন, দুই দেশেই পরিবেশ প্রায় একইরকম। আমি এখন অভিজ্ঞ প্লেয়ার। কয়েক বছর আগে এখানে এসেছি। তাই এখানে কী করতে হবে এবং কী করা উচিত নয়, তা জানা আছে। এ ধরনের উইকেটের সঙ্গে আমার টেকনিক মানানসই।
দ্রুত উঠে আসছে তরুণরা, দলের মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র: শিখর ধবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2019 02:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -