আজই মুক্তি পেয়েছে সিপাহী বিদ্রোহের অন্যতম মহানায়িকা রানি লক্ষ্মীবাঈয়ের জীবনের ওপর তৈরি ছবি মণিকর্ণিকা। তার আগে গতকাল মুম্বইতে ছবিটির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন মনোজ কুমার। শহিদ, উপকার, পূরব আউর পশ্চিম ও ক্রান্তি-র মত সুপারহিট ছবির নায়ক লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় কঙ্গনার অবিনয়ের প্রশংসা করেন, বলেন, সকলের অভিনয় অত্যন্ত ভাল হয়েছে কিন্তু কঙ্গনা ঝাঁসির রানিকে পর্দায় অমরত্ব দিয়েছেন।
কঙ্গনা রানাওয়াত ছাড়াও ছবিটিতে রয়েছেন যীশু সেনগুপ্ত, অতুল কুলকার্নি, অঙ্কিতা লোখান্ডে, কূলভূষণ খারবান্দা, ড্যানি দেনজংপা প্রমুখ।