চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম এবং ক্রিকেটারদের মধ্যে দুরন্ত সমন্বয়। এমনটাই জানালেন অধিনায়ক বিরাট কোহলি।
মঙ্গলবার চেন্নাইয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-০ তে দুরমুশ করে উঠে কোহলি জানান, ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করার পরও শেষ ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স—দলের চরিত্র ফুটিয়ে তুলছে।
তিনি বলেন, আমরা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছি, তা সকলেই প্রত্যক্ষ করেছেন। আমরা চেয়েছিলাম, দলের তরুণরা এগিয়ে আসুক। লোকেশ রাহুল, করুণ নায়াররা দুটি টেস্ট পরে দলে ফিরেই বাজিমাত করল। ওরা দলকে এমন একটা জায়গা দিল, যেখান থেকে একমাত্র জয় ছাড়া কোনও কিছু সম্ভব ছিল না।
এদিন কোহলি জানিয়ে দেন, তিনি টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে গর্বিত। বলেন, পাঁচ ম্যাচের মধ্যে চারটি টস হেরে সিরিজ ৪-০ করা সত্যিই দুর্দান্ত। চেন্নাই ম্যাচের প্রসঙ্গে কোহলি বলেন, আমরা প্রথম ইনিংসে ৪০০ রান দিয়েও ইনিংসের ব্যবধানে জিতলাম। এমন জিনিস প্রতিদিন ঘটে না।
এমন সাফল্যের রসায়ন কী? টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক মনে করেন, কঠোর পরিশ্রমই এর রহস্য। বলেন, আমরা প্রতিদিন খেটেছি, পরিশ্রম করেছি। বাইরে কী ঘটে চলেছে, তা নিয়ে ভাবিনি। পাশাপাশি, কোহলি মনে করিয়ে দেন, দলের প্রত্যেক সদস্য মধ্যে একে অপরের প্রতি মারাত্মক শ্রদ্ধাশীল। যার প্রভাব পড়ে ড্রেসিং রুমে। সেখানকার আবহাওয়া একেবারে পাল্টে যায়।
গোটা সিরিজে একটি শতরান ও একটি দ্বিশতরান সমেত মোট ৬৫৫ রান করেছেন কোহলি। এর জন্য তিনি সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। এদিন দলের বোলারদেরও প্রশংসায় ভরিয়ে দেন কোহলি। জানান, ইংল্যান্ডের বোলারদের চেয়ে অনেক বেশি ক্ষিপ্র ছিল ভারতের পেস-অ্যাটাক।
অন্যদিকে, বিজিত অধিনায়ক অ্যালিস্টার কুকও হারের কোনও অজুহাত দেননি। ক্যাচ ফস্কানোর খেসারত তাঁর দলকে দিতে হয়েছে মেনে নিয়েও তিনি বলেন, যোগ্য হিসেবেই সিরিজ জিতেছে ভারত। এতে কোনও সন্দেহ নেই। তিনি বলেন, ইংল্যান্ডকে একেবারে দাঁড়াতেই দেওয়া হয়নি। এটা অস্বীকার করার কোনও উপায় নেই।